ব্যথা...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৬:০৭ রাত
আমার ব্যথার হাজার কথা,
বলবো আমি তোমায়,
মনের মাঝে দিবা নিশি ব্যথার-
ব্যথি ঘুমায়।
কেউ কখনো বুঝেনা তা,
যায়না তাকে দেখা,
দুঃখের সাগর ভাগ্যে তাহার,
হয়ত ছিল লেখা।
মুখ খুলে সে বলে না তার-
ব্যথার গল্প গাথাঁ,
একাই শুধু ভাবে তাহার-
ভুলের নানান কথা,
যৌবন গেল জীবন যায় আজ-
হয়না তাকে চেনা,
চায় বলিতে দুঃখ গাঁথা-
মন যে করে মানা।
বিষয়: বিবিধ
১৭৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন