ব্যথা...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৬:০৭ রাত

আমার ব্যথার হাজার কথা,

বলবো আমি তোমায়,

মনের মাঝে দিবা নিশি ব্যথার-

ব্যথি ঘুমায়।

কেউ কখনো বুঝেনা তা,

যায়না তাকে দেখা,

দুঃখের সাগর ভাগ্যে তাহার,

হয়ত ছিল লেখা।

মুখ খুলে সে বলে না তার-

ব্যথার গল্প গাথাঁ,

একাই শুধু ভাবে তাহার-

ভুলের নানান কথা,

যৌবন গেল জীবন যায় আজ-

হয়না তাকে চেনা,

চায় বলিতে দুঃখ গাঁথা-

মন যে করে মানা।

বিষয়: বিবিধ

১৭৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344058
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
আফরা লিখেছেন : ভাইয়া আপনি শুধু ব্যাথার কবিতা লিখেন কেন ?
০৩ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৭
285508
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ব্যাথা বিলাসি মানুষ তাই....,ব্যাথাতেইতো মজা মনে থাকে....প্রাপ্তি কিছুদিন পরই বরিং লাগতে শুরু করে...,তবে ব্যাতিক্রমও আছে....Love Struck Love Struck Love Struck
344121
০৩ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : বিরহির গান।
০৩ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৮
285509
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমি ধন্য হয়েছি প্যারিস থেকে....Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File