১৮ দলকে ভেঙ্গে আরো ১০০ টুকরা করা হোক।

লিখেছেন লিখেছেন তায়িফ ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৪:২৫ রাত

এক সময় ছিল চারদলীয় ঐক্যজোট । সেখান থেকে পল্লীবন্ধুকে বের করে দেয়া হয় । কারন পল্লীবন্ধু থাকলে ১০০ টি আসন দিতে হত। তা বিম্পি জামাত ভাগ করে নেয়।জাতীয় পাটির একটা অংশ রেখে চারদলীয় ঐক্য জোটের জনক পল্লীবন্ধুকে বের করে দেয়া হয়। কওমী মাদ্রাসার স্বীকৃতির দাবী তোলার কারনে এবং চুক্তিপত্র অনুযায়ী মন্ত্রীত্ব চাওয়ায় আইওজে কে ৪ ভাগ করা হয়। আবার বিম্পি ভেঙ্গে ওলি ও বদরুদ্দোজা ২ টা দল করেন।

আইওজের একটা অংশ মিশবাউর রহমানের সাথে মহাজোটে যায়। আরেকটা অংশ খেলাফত মজলিস ৪ ভাগ হয়ে ১৮ দলে আছে আর আরেকটা অংশ প্রিন্সিপাল হাবিবুর রহমানের নেতৃত্বে বাইরে আছে। আবার আইওজের জমিয়ত দুই ভাগ হয়ে ১৮ দলে আছে। জাপার শফিউল আলম জাপা থেকে বের হয়ে গণতান্ত্রিক জাতীয় পাটি নামে ১৮ দলে আছেন। ১৮ দল মূলত বিম্পি জাপা আর আইওজের ভাঙ্গা অংশ। যেই লাউ সেউ কদু। তাই চৌদ্দদলের সাথে তক্কর দিতে ১৮ দলকে আরও ভাঙ্গা হোক। ১০০ দল করা হোক।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File