উন্মাদ হৃদয়

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০৩ মে, ২০১৬, ০৪:৪২:০৬ বিকাল

হৃদয় তোরণদ্বারের প্রতিটি

পরতে পরতে ঘেরা

তোমার অনুরাগের সিক্ত আবরণে,

যেখানে নেই কোন যুক্তি কিংবা

বাস্তবতার স্পর্শকাতর।

চারিদিক জুড়ে শুধু তারকারাজি আর

পুষ্পকলির পুষ্পিত রূপেরঘটার

প্রকম্পনে কম্পিত উন্মাদনার মাঝে

ভেসে উঠে ঝলমলে একটি ছবি।

তোমার মিতালিতে কানায় কানায় পূর্ণ

হৃদয়খানি আজ বড় উন্মাদ, বেসামাল..!

আনমনে কখনকার মিতালিতে মত্ত হয়ে

তোমাতে হয়েছি বিলীন,

টের পাইনি তা কভু আগে।

এখন চোখের আড়াল হলেই

হৃদয়ের রক্তক্ষরণে বিভোর হয়ে

ধমনি দেয় সেই ইশারা।

নিজের অগচরে সব হারিয়ে

আমি যে আজ হয়ে গেছি

তোমার প্রেম বন্দনাকারী এক তপস্বী।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368025
০৫ মে ২০১৬ রাত ১২:৫৫
আফরা লিখেছেন : এই পোষ্টে আমার একটা কমেন্ট ছিল সেটা কি আপনি মুছে দিয়েছেন ভাইয়া ?
০৫ মে ২০১৬ সকাল ১১:৩৯
305430
হাফেজ আহমেদ লিখেছেন : হুম। ধন্যবাদ আপনাকে।
০৫ মে ২০১৬ সকাল ১১:৪৫
305431
হাফেজ আহমেদ লিখেছেন : কি লিখা ছিল সেই কমেন্টস-এ তা কি মনে আছে আপনার?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File