সোয়া দু'সেন্টিমিটার
লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ০৩ মে, ২০১৬, ০৩:২৬:২০ দুপুর
আজ দৈর্ঘ্য-প্রস্থের অনুপাতে যাবো না,
ভূমি-উচ্চতার সমীকরণেও না।
আজ মেলাবো গভীরতার চূড়ান্ত হিসেব
বৃত্তের কেন্দ্র থেকে চৌদ্দ সে.মি. দূরের কূপটির।
দুধে-আলতো রঙের চাদরে মোড়ানো
বর্ষায়ও জলশূণ্য কূপটি বড় আদুরে।
ব্যাসার্ধের এক-ষষ্ঠাংশে পাঁচ সে.মি.-
পরিধির কূপটিও এক অকৃত্রিম বৃত্ত।
আর সেই মায়াবিনী-
মনোরঞ্জিকা বৃত্তের আমিই দ্বিতীয় দর্শক।
জ্যোৎস্নার আলোতে, মেঘের ফাঁকে
চতুর্থ মাসের বিদায়ী রাতের মধ্যাহ্নে
মোড়ক উন্মোচনে দিয়েছে ধরা।
ছবি তুলে রাখা- স্মৃতির এ্যালবামে।
আমায় তাড়ে রাত-দিন
নিরানব্বই ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়
উড়িয়েছে ঘুম কাল-বৈশাখী ঝড়ের সাথে
ন্যানো সেকেন্ডে গভীরতার সমান বেগে-
সোয়া দু'সেন্টিমিটার!
বিষয়: সাহিত্য
৭১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন