%%%আপন%%%

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ১০ এপ্রিল, ২০১৬, ০৯:০৮:৫৫ রাত

আজও থেকে থেকে শুনা যায়

বুক ফাটা আর্তনাদের রোল,

শান্ত আকাশ, স্তব্ধ বাতাস

নেই জনতার কোলাহল।

ক্ষনে ক্ষনে চমকে উঠি

বিলাপ শ্রবনে নিন্দ্রা টুটে যায়,

আঁখি পানে ভেসে উঠে সেই স্মৃতি

সে দিনের সন্ধায়।

মনে পড়ে সেই লোহিত রক্ত জমাট

যুবতির বিবস্ত্র লাশ,

কেঁদেছি আমি, কেঁদেছে জগৎ

হয়েছে দুনিয়া হতাশ।

দিকে দিকে ক্ষোভে ফেটেছিল জনতা

এঁটেছিল নিবিড় বন্ধন,

দিনে দিনে আজ আর শুনে না কেউ

একলা চাউনির তলে জননীর ক্রন্দন।

ভুলে যায় দুনিয়া, ভুলে যায় জনতা

ভুলে যায় বন্ধু আর যত আপন স্বজন,

ভুলে না কভুও, ভুলে না স্মৃতি

ভুলে না সন্তানের মায়া জননীর মন।

মা বিনে দুনিয়ার আর কেউ নয় আপন।।

বিষয়: বিবিধ

৮০১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365281
১০ এপ্রিল ২০১৬ রাত ১১:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাই আপন, এটা জেনেও অন্যদের কেন আপন করে নেই?
১১ এপ্রিল ২০১৬ রাত ১২:৪০
303073
হাফেজ আহমেদ লিখেছেন : হুম সেটাই চিন্তার বিষয়। তবে যারা আপন হওয়ার যোগ্য তাদেরকে আপন করাে নেওয়া ভুলের কিছু নয়। শুধু মনে রাখতে হবে সবার উপরে মা। মায়ের সাথে হয়না কারো তুলনা। অনেক ধন্যবাদ আপনাকে।
১১ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৮
303136
শেখের পোলা লিখেছেন : গাজী ভাই, তাকেও অন্য কারো মা বানাবার জন্য৷
365413
১১ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৯
শেখের পোলা লিখেছেন : সুন্দর হয়েছে, ভাল লাগল৷ ধন্যবাদ৷
১২ এপ্রিল ২০১৬ রাত ০১:৫৬
303146
হাফেজ আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভালোলাগায় আমি আনন্দিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File