<><>পণ<><>
লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ০১ এপ্রিল, ২০১৬, ০৪:৫২:৪৫ বিকাল
মা তুমি কষ্টে আছো জানি
আমি জীবন যুদ্ধে তা মানি
শোধ করা যাবে না তোমার কষ্ট
তুমি শ্রেষ্ঠ মা তুমি শ্রেষ্ঠ
আমায় জন্ম দিয়েছ বলে
ধন্য তুমি ধন্য মা
আমি রাখব তোমার মান
পরাজয় মানিনা মানব না
কষ্ট তোমার বৃথা যাবেনা
এটাই আমার পণ
জিতবোই আমি তোমার ছেলে
হারুক শতজন
মহান তুমি শ্রেষ্ঠ তুমি
গাই মা তোমার গান
বিজয় বিজয় বিজয় হবে
হারলে হারুক প্রান
আসব ফিরে তোমার কোলো
আলোর প্রদ্বীপ নিয়ে
আলোকিত ভুবন হবে
মাগো তোমার প্রদ্বীপ দিয়ে।
বিষয়: বিবিধ
৮৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন