সেরা জীব

লিখেছেন লিখেছেন হাফেজ আহমেদ ১৯ আগস্ট, ২০১৫, ০৬:১১:৫৩ সকাল



সৃষ্টির সেরা জীব তুমি

আশরাফুলমাখলুকাত,

তোমা হতে আশা করে

আঠারো হাজার জাত।

স্বপ্ন তোমার হাতের মুঠোয়

করতে পার বাস্তবায়ন,

স্বপ্ন মত কাজ করিলে

হবেই তোমার স্বপ্ন পুরন।

চাওয়ার মত চাইলে তবে

হবেই তুমি সফল,

কষ্টের মত কষ্ট করলেই

কষ্ট তোমার হবেনা বিফল।

চায় পৃথিবী তোমার কাছে

দাও উজার করে দাও,

এইতো সুযোগ হাজারো জাতীর

অন্তর কেড়ে নাও।

তুমি যদি কিছু নাহি দিতে পার

তবে তুমি কিসের মাখলুকাত?

তোমার চেয়ে অনেক ভাল তবে

ভূত পেত্নীর জাত।

মানে মানে সব_ই জান

নিজের মানে জান না?

নিজের মানে জানতে লাগে

স্বপ্ন ইচ্ছা শ্রম স্বাধনা।

স্বপ্নের মত বিশ্ব গড়তে

মোরা চালাই অভিযান,

বিজয় মোদের হবেই হবে

গাও বিজয়ের গান।

বিষয়: বিবিধ

৮৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336806
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৩
হতভাগা লিখেছেন : ভাই কি জিন জাতি নাকি ?
336843
১৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৩
নারী লিখেছেন : ভালো লাগালো। ধন্যবাদ।
336889
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৬
নাবিক লিখেছেন : "চাওয়ার মতো চাইলে তবে হবেই তুমি সফল, কষ্টের মতো কষ্ট করলেই কষ্ট তোমার হবেনা বিফল" হুম, ভালো লাগলো।
336894
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিজয় মোদের হবেই হবে /গাও বিজয়ের গান। ভালো লাগলো, অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File