‘বড় পীর’ বলে খ্যাত আব্দুল কাদের জীলানীর(রহঃ) কিছু পরিচয়

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ আগস্ট, ২০১৫, ০৬:১৪:০৫ সকাল



পুরো নাম আবু মুহাম্মাদ আব্দুল কাদের বিন মূসা বিন আব্দুল্লাহ। তিনি ৪৭০ হিঃ মোতাবেক ১০৭৭ খৃষ্টাব্দে বর্তমান ইরানের অন্তুর্ভুক্ত তাবারিস্তানের জীলান নগরীতে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষে উচ্চ শিক্ষার জন্য তিনি ৪৮৮ হিজরীতে বাগদাদ গমন করেন। সেখানে বিভিন্ন বিদ্বানগণের নিকট কুরআন-হাদীছ ,ফিক্বহ, আদব, নাহু সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন।

ইবনুল আছীর, ইমাম যাহাবী, সাম‘আনী প্রমুখ বিদ্বানগণ তাঁকে সৎ, পরহেযগার, ফক্বীহ, যাহেদ ও হাম্বলী মাযহাবের ইমাম হিসাবে অভিহিত করেছেন (আল-কামেল ৯/৩২৬; যাহাবী, তারীখুল ইসলাম ৩৯/৮৯; সিয়ারু আ‘লামিন নুবালা ২০/৪৩৯-৪১)।

ইবনু কাছীর (রহঃ) বলেন, তাঁর সুন্দর সুনাম ছিল... তাঁর মাঝে দুনিয়াবিমুখতা অধিক ছিল। তাঁর ব্যাপারে তাঁর অনুসারী ও সাথীদের অনেক বক্তব্য রয়েছে। তারা তার অনেক কথা, কর্ম ও কাশফ-কারামাতের কথা উল্লেখ করেন, যার অধিকাংশই বাড়াবাড়ি বৈ কিছুই নয়। বরং তিনি সৎ ও পরহেযগার ছিলেন। তিনি আল-গুনিয়াহ ও ফুতূহুল গায়েব গ্রন্থদ্বয় রচনা করেছেন। তাতে অনেক সুন্দর বিষয় রয়েছে। তবে তাতে বহু যঈফ ও জাল হাদীছ বর্ণিত হয়েছে (আল-বিদায়াহ ১২/৭৬৮)।

শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ)-কে আব্দুল কাদের জীলানীর কবরে শিরকী কর্মকান্ড সংঘটিত হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, ‘নিঃসন্দেহে শায়খ আব্দুল কাদের এ সব কর্মকান্ড করতে বলেননি এবং তিনি এ ব্যাপারে নির্দেশও দেননি। তার ব্যাপারে যারা এ সব কথা বলবে তারা মিথ্যাবাদী। বরং শিরকী ও চরমপন্থী একদল লোক এসব বিদ‘আত আবিষ্কার করেছে’ (মাজমূ‘ ফাতাওয়া ইবনু তায়মিয়াহ ২৭/১২৭)। তিনি ৫৬১ হিজরী মোতাবেক ১১৬৬ খৃষ্টাব্দে ইরাকের বাগদাদে মৃত্যুবরণ করেন।

বিষয়: বিবিধ

১৫৮১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336802
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৪
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেবের তরীকার উনি একজন পীর। পীরানে পীর।

--হাম্বলী মাযহাবের আলেম হানাফিদের পীর হয় কিভাবে?
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৪
278597
দ্য স্লেভ লিখেছেন : মাযহাব এমন বিসয় নয় যে এক মাযহাবের লোক াারেক মাযহাবের বিষয়ে পড়তে পারবে না। ইমাম শাফেয়ী আবু হানীফার কাছেও শিক্ষা গ্রহন করেছেন। মাযহাব তো কুরআন সুন্নাহর ব্যাখ্যাগত বিষয়ের কিছু মত পার্থক্য। মৌলিকভাবে কোনো সমস্যা নেই
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
278611
জ্ঞানের কথা লিখেছেন : হেদায়াতে দেখা যায়, বিভিন্ন মাযহাবের দলিল যুক্তি, তর্ক, বিভিন্ন ভাবে রদ করা হয়েছে। যদি আপনার কথাই সত্য হয় তাহলে শাফেয়ীরা জোরেআমিন বলে, রফউল ইয়াদাইন করে। কিন্তু হানাফিরা তার বিরোধীতা করে কেন?

--অন্য মাযহাবের ইমামকে মানতে পারে না অথচ পীর স্বিকার করে কেমন করে? ভাই!
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:৫৮
278702
দ্য স্লেভ লিখেছেন : তারাই ভালো বলতে পারবে। তবে অনেক হানাফি লাফেইয়াদাইন করে...আমি বিতর্ক করতে চাইনা
336805
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৬
হতভাগা লিখেছেন : মূর্তা পূঁজাও শয়তানের প্ররোচনায় সৃষ্টি হয়েছিল এই চিন্তা করে যে , ঐ সব নেক লোকদের যদি কোন প্রতিমা বানিয়ে তাদের সামনে তাদের গুন গান করা যায় সেটা আরও ভাল ।

আগেকার আমলের বুগুর্গ মানুষেরা এতদ অন্চলে এসেছিলেনই ইসলাম প্রচারের জন্য , তারা মারা যাওয়ার পরই মুলত তাদের নিয়ে তাদের ভক্তদের এরকম শিরকী কাজ কারবার শুরু হয়েছে শয়তানের উস্কানী/প্ররোচনাতে ।

শয়তান মানুষকে আল্লাহর নাফরমান করে দেবার শপথ নিয়েছে এবং সে এটা ভাল করেই জানে যে শিরক হল সবচেয়ে বড় অন্যায় । তার সাথী করে সে মানুষকে নরকে নিয়ে যেতে চায় যে মানুষকে সে ঘৃনা করে।

এখনকার যে সব জীবিত পীরেরা আছে যারা তাদের মুরিদদের এসব কাজ কারবার নিয়ে বেশ মশগুল আছে এটাও যে শয়তানেরই একটা প্ররোচনা সেটা পীরও বোঝে না , বোঝেনা তার সাগরেদরাও।

শয়তান তাদের কাছে তাদের এই মন্দ কাজ কে শোভন করে দেখাচ্ছে ।
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৫
278600
দ্য স্লেভ লিখেছেন : ১০০% সঠিক বলেছেন
336823
১৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আবদুল কাদের জিলানি(রহ) এর নামে প্রচলিত তরিকার বেশিরভাগই তার ইন্তেকাল এর ২০০ বছর পরে উদ্ভাবিত।
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৬
278602
দ্য স্লেভ লিখেছেন : জি, উনি তো বড় আলেম ছিলেন। আর তার পরবতৃীদের মধ্যে যারা ভ্রান্ত তারাই বাড়াবাড়ি করেছে অনেক পরে।
336842
১৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৩১
নারী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৭
278603
দ্য স্লেভ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
336844
১৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৮
পুস্পগন্ধা লিখেছেন :
ঠিক তাই, তার ব্যাপারে যারা এ সব কথা বলবে তারা মিথ্যাবাদী। বরং শিরকী ও চরমপন্থী একদল লোক এসব বিদ‘আত আবিষ্কার করেছে..।
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৭
278604
দ্য স্লেভ লিখেছেন : তার ব্যাপারে বিদাত নয় বরং শিরক প্রতিষ্ঠিত
336880
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:০২
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা শিরক ও বিদআদ থেকে সকলকে হেফাজত করুক।
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:৫৮
278703
দ্য স্লেভ লিখেছেন : আমিন
336887
১৯ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৯
নাবিক লিখেছেন : অনেক কিছু জানলাম ধন্যবাদ।
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:৫৮
278704
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ
336936
১৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২০
এলিট লিখেছেন : উনার নাম মুখে বললেই নাকি আড়াইটা লোম ঝরে পড়ে। উনার নাম লিখলে কি হয় তা কে জানে। সবই বুঝলাম, তবে আড়াইটা লোম কিভাবে হয় বুঝলাম না !!!
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:৫৯
278705
দ্য স্লেভ লিখেছেন : আগে নাকি মাথা কাটা যেত। ..আল্লাহর নাম বিনা ওজুতে নিলে কিছু হয়না...তাইলে বুঝেন...
344139
০৩ অক্টোবর ২০১৫ সকাল ০৭:১০
ইবনে হাসেম লিখেছেন : সালাম ও দুয়া রইল।
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪০
285611
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। দোয়া করেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File