জেনে রাখা ভালো
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৮ এপ্রিল, ২০১৬, ১০:৪৩:৫৭ সকাল
৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
(১) নদীর পাড়ের বাড়ি
(২) ব্রেক ছাড়া গাড়ি
(৩) পর্দা ছাড়া নারী।
→তিনটি জিনিস সবার জীবনে একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
→তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
→তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২) সদকা
(৩) ইলম।
→তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
→তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
→তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
→তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) অন্তর।
→তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) নামাজ
(২) সত্য বলা
(৩) হালাল রিযিক।
→তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
→তিনটি জিনিসের জন্য যুদ্ধ করঃ
(১) দেশ
(২) জাতি
(৩) সত্য।
→তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কসম
(৩) কদম
-
-
-
-
সংগৃহীত।
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।
→তিনটি জিনিস সবার জীবনে একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
দ্বিমত করছি, মাতা সবার জীবনে একবার আসলেও পিতা নাও আসতে পারে, জন্মের পূর্বেই অনেকের পিতার মৃত্যু হয়। সৌন্দর্য আপেক্ষিক ব্যাপার, তাই কোনো মন্তব্য করবনা। আর যৌবন প্রাপ্তির পুর্বেই অনেকে মৃত্যু বরণ করেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন