বিরাট একটা যুদ্ধ করতে হলো
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৫ এপ্রিল, ২০১৬, ০৫:৩১:৪২ বিকাল
অনেকদিন যাবত ব্লগে আসা হয় না। ফেসবুক নিয়েই সময় কাটাই।
না আসার কারণ একটাই টুডে ব্লগে লগিন হওয়া যায় না।
বিশেষ করে টুডে ব্লগটির কর্তৃপক্ষ যেই পরিমাণ যুদ্ধ করে এখনও ঠিকে আল্লাহর কাছে শুকরিয়া। এতোবার ঠিকানা পরিবর্তন করতে হয় এই ব্লগটিকে! উফ্ মনে করতে পারছি না। ৩/৪ বার তো হবেই মনে হয়।
মজিলা ফায়ার ফক্স দিয়া প্রায়ই চেষ্ঠা করি কিন্তু কোন কাজের কাজ হয় না। গুগল ক্রোম দিয়ে চেষ্ঠা করলাম, তাতেও বিফল।
গত কিছুদিন যাবত সামুতে একটি একাউন্ট খুললাম। ওই যে বললাম না সময় কাটানোর জন্য। ফেসবুকে থাকতে থাকতে একঘেয়েমি লাগছে। সেখানে তো কোন সুযোগ নেই। বলছে তিনদিন পরে প্রথম পাতার সুযোগ দিবে। কিন্তু কই, সব মুনাফিক, কথা কাজে কোন মিল পেলাম না। আবেদন করলাম প্রথম পাতার এর পরেও কোন নোটিশ পাই নাই।
সামুতে একদিন বাকপ্রবাস ভাইকে দেখলাম, উনার পোস্টে কমেন্টে জানতে পারলাম, টুডে ব্লগ জীবিত আছে। এখানেও তিনি পোস্ট দেন।
আজ বাকপ্রবাস ভাইকে বললাম টুডে ব্লগের ঠিকানা দিতে। দিলেন। কিন্তু প্রবেশ করতে পারি নাই।
সর্বশেষ ডিজিটাল প্রেসিডেন্ট ভাইকে স্মরণ করলাম। তিনিও একই ঠিকানা দিলেন। ব্যর্থ দুই তিন বার চেষ্ঠা করেও প্রবেশ করতে পারি নি। তিনি একটি ব্রাউজারের নাম দিলেন সেই ব্রাউজার ডাউনলোড করলাম, ইনস্টল করলাম।
এবার বুঝি টুডে তে প্রবেশ করতে পারব! নাহ্ ভুলে গেছি ইউজার নেইম। তো কি করা, বললাম পাসওয়ার্ড মনে নেই। তারা ইমেইল পাসওয়ার্ড তৈরী করে পাঠালো সেটা দিয়ে ঢুকলাম।
আচ্ছা এভাবে যুদ্ধ করে বারবার- টুডে ব্লগ, বিডি মনিটর ডট অরগ, ফাস্র্ট বিডি ডট নেটে প্রবেশ করা কি সম্ভব?
এর পরেও বলি- টুডে ব্লগ বেঁচে থাকো।
এসবি বন্ধ হওয়ার পরে আমরা সবাই তো তোমার কোলেই ঠাঁই নিয়েছিলাম।
আর ব্লগের কল্যাণে- ১২১ জন জনপ্রিয় ব্লগারের নির্বাচিত লেখা নিয়ে রচিত হয়েছে ‘স্বপ্ন দিয়ে বোনা’। যার অবদান অনস্বীকার্য বিশেষ করে বাহার ভাই।
যাই হোক, সবাই ভালো থাকুন নিয়মিত লিখুন, সাথে আমাদেরও রাখুন। ব্যান ট্যান না করে।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক লোককেই তো নানা কায়দা করে ব্লগে ঢুকিয়েছি।
কোন ভাবেই যদি ঢুকতে না পারেন, টর ব্রাউজার দিয়ে ঢোকা কেউ ঠেকাতে পারবেনা, যদি মেজর সমস্যা না হয়।
সামুতে বার দিন পর প্রথম পাতায় সুযোগ দেয়। ওরা খুব খারাপ না অন্যদের মত। সামু সবার জন্য। তবে বিডির মত এতটা উদার নয়।
যাক, আপনাকে স্বাগতম এই জাতির পক্ষ থেকে।
মন্তব্য করতে লগইন করুন