বিজয়ের মাসে নতুন কোন রাজাকারকে ফাঁসি দিয়ে জাতিকে কলংক মুক্ত করবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫১:৫৯ সন্ধ্যা

একটা ক্ষত শুকানোর আগেই আরেকটা আঘাত। মুমিনের রক্তে রঞ্জিত বাংলার মাটি!

যিনার অপবাদে মাওলানাদের ফাঁসি হয়। কিন্তু দোষী প্রমাণ হলেও পরিমলদের সাজা হয়। ওদের ফাঁসি হয় না। হাশরের ময়দানে আপনার হাশরটা মুশরিকদের সাথেই হবে।

সারা দেশে কওমী মাদরাসার সাধারণ আলেমগণকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করে এনে জেলখানা ভরছেন। আতংক সৃষ্টি করে, বন্দুকের নল ঠেকিয়ে চিরকাল ক্ষমতায় থাকা যায় না। ফিরআউন, নমরুদ, হামান, শাদ্দাদ, কোন জালিমই দুনিয়াতে ঠিকতে পারেনি। ইতিহাস স্বাক্ষী।

কুরআনের পাখিকে বন্ধী করে রেখেছেন। যে প্রহসন মূলক বিচার করেছেন, আপনার বিবেকও নীরবে দংশন করে হয়ত।

মৃত্যু পর্যন্ত জেল! আমার জীবনে কখনো শুনি নাই এমন বিচার!

বুকের পাটা যদি এতই বড় হয়ে থাকে তাহলে মাওলানা সাঈদী সাহেবকে ফাঁসি দিয়ে দেখুন আরেকটা যুদ্ধ ঘটে যাবে বাংলার জমিনে।

সারা দেশে তিনি কুরআন হাদীসের বয়ান করতেন। তা আপনার ভাল লাগে নি। তার যবান আপনি বন্ধ করেছেন ঠিকই কিন্তু আল্লাহ পাক দ্বিতীয় সাঈদী বাংলার জমীনে পাঠিয়েছেন। বিশ্বাস না হয় একটু শুনুন-

মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের বয়ান---

Click this link

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353466
১০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
চেতনাবিলাস লিখেছেন : ভাইজান, কাকে কী অনুরোধ করছেন? ওদের বিবেক বলে কিছু আছে কী? ওরাতো পবিত্র কুরআনে ঘোষিত 'সুম্মুন বু 'মুন হুময়ূন ফাহুম লা ইয়ারজিউন 'এর দলে।
১১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩২
293498
নকীব কম্পিউটার লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
353467
১০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : ওয়াজ শুনলাম৷ মাওলানা সাঈদীর কায়দায় উনিও ওয়াজ করেন৷ স্বরটাও অনেকা মেলে৷ উনি যদি জামাত বিএনপি র কেউ না হন তা হলে অসুবিধা নাই৷ আল্লাহ উনার কন্ঠ বিশ্বে দ্রুত ছড়িয়ে দিক৷ধন্যবাদ৷
১১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩০
293496
নকীব কম্পিউটার লিখেছেন : আমীন।
353514
১১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১২
হতভাগা লিখেছেন : দূর্দান্ত বোলিং করে জামায়াতীদের একের পর এক উইকেট ফেলছেন হাসিনা
১১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩১
293497
নকীব কম্পিউটার লিখেছেন : কচু গাছ কেটে শেষ কর‍া যায় না। পুনরায় এর ভিতর থেকেই আরও সুন্দর আরেকটি গাছ জন্মায়।
353968
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫০
294474
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ আপনাকে অনেক বড় মন্তব্য করার জন্য। সোনার বাংলাদেশ ব্লগটা যদি চালু হতো!
354372
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : পরীক্ষা চলছে।
১৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫১
294475
নকীব কম্পিউটার লিখেছেন : ঈমানী পরীক্ষা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File