বিজয়ের মাসে নতুন কোন রাজাকারকে ফাঁসি দিয়ে জাতিকে কলংক মুক্ত করবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫১:৫৯ সন্ধ্যা
একটা ক্ষত শুকানোর আগেই আরেকটা আঘাত। মুমিনের রক্তে রঞ্জিত বাংলার মাটি!
যিনার অপবাদে মাওলানাদের ফাঁসি হয়। কিন্তু দোষী প্রমাণ হলেও পরিমলদের সাজা হয়। ওদের ফাঁসি হয় না। হাশরের ময়দানে আপনার হাশরটা মুশরিকদের সাথেই হবে।
সারা দেশে কওমী মাদরাসার সাধারণ আলেমগণকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করে এনে জেলখানা ভরছেন। আতংক সৃষ্টি করে, বন্দুকের নল ঠেকিয়ে চিরকাল ক্ষমতায় থাকা যায় না। ফিরআউন, নমরুদ, হামান, শাদ্দাদ, কোন জালিমই দুনিয়াতে ঠিকতে পারেনি। ইতিহাস স্বাক্ষী।
কুরআনের পাখিকে বন্ধী করে রেখেছেন। যে প্রহসন মূলক বিচার করেছেন, আপনার বিবেকও নীরবে দংশন করে হয়ত।
মৃত্যু পর্যন্ত জেল! আমার জীবনে কখনো শুনি নাই এমন বিচার!
বুকের পাটা যদি এতই বড় হয়ে থাকে তাহলে মাওলানা সাঈদী সাহেবকে ফাঁসি দিয়ে দেখুন আরেকটা যুদ্ধ ঘটে যাবে বাংলার জমিনে।
সারা দেশে তিনি কুরআন হাদীসের বয়ান করতেন। তা আপনার ভাল লাগে নি। তার যবান আপনি বন্ধ করেছেন ঠিকই কিন্তু আল্লাহ পাক দ্বিতীয় সাঈদী বাংলার জমীনে পাঠিয়েছেন। বিশ্বাস না হয় একটু শুনুন-
মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের বয়ান---
Click this link
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন