খোলা খুলি

লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৬:০৬ বিকাল

কে খুলেছে কি খুলেছে

কেন এত হাক ডাক

খোলা খুলির এই খুশিতে

হালিম খাওয়া যাক।

যেমন তেমন হালিম নয় সে

তায়রে নায়রে না

একটু খানি দেরি করে

মজা চেখে যা।

কিসে খাবে কেমনে খাবে

ভাবতে হবে না

জুকার বার্গের ফেবু আছে

চামচ লাগবে না।

বিষয়: সাহিত্য

১২১৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353461
১০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ফেবু না খুললেও চলত, নেটের স্প্রীড একদম স্লো।
অনেক ধন্যবাদ
১০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
293432
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমার মন্তব্যটি মুছে ফেলুন, প্লীজ
নেটের স্প্রীড(SPEED-স্পীড) একদম স্লো
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৫
293470
আবু জারীর লিখেছেন : বৌকে দিয়ে ঝিকে শিখাচ্ছে।
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৬
293576
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবদি ভাই।স্পীড-ই হবে@আবু সাইফ
353463
১০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
মাহমুদ নাইস লিখেছেন : Rose
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৬
293471
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
353464
১০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


মন্দ না এ হালিম-
কোথায় পেলেন তালিম??
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৪
293474
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
তালিমের দরকার নাই পয়সা হলে কিনেই খাওয়া যায়।
353465
১০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৫
293477
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
353474
১০ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : সবটুকু হালীম একাই খাবেননা৷ বন্ধুদের জন্যও রাখবেন৷
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৬
293478
আবু জারীর লিখেছেন : এ হালিম সবার জন্য উন্মুক্ত। যের যেমন খুশি খেতে পারে নিতে পারে।
353480
১০ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৫
নাবিক লিখেছেন : ফেবুতেও পড়েছি Happy
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৭
293479
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
353486
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৭
আব্দুল গাফফার লিখেছেন : বেশ!লাগলো । অনেক ধন্যবাদ
১০ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৭
293480
আবু জারীর লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
353515
১১ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৯
হতভাগা লিখেছেন : হালিম নিয়ে কি সব যা তা লিখতে আছেন ভারী

জারীর ভায়ার নামে এবার মামলা হবে রজু , হুলিয়া হবে জারি ।
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
295431
আবু জারীর লিখেছেন : হতভাগা জাতির হতভাগ্য জনগণ
হুলিয়া নিয়েই হয়ত বেচেথাকব আজীবন।
০৩ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:২৩
295667
হতভাগা লিখেছেন : রয়ে সয়ে বললে কথা

থ্রেট খাবেন না যথা তথা

কথা বললে খুলিয়া

আসতে থাকবে হুলিয়া
০৩ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:২৩
295668
হতভাগা লিখেছেন : রয়ে সয়ে বললে কথা

থ্রেট খাবেন না যথা তথা

কথা বললে খুলিয়া

আসতে থাকবে হুলিয়া
353714
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ফেবুতে যে হালিম নিয়ে আলোচনা চলছে তাকে খাওয়া যাবে না। ছড়া দারুণ হয়েছে।
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৫
295432
আবু জারীর লিখেছেন : খাওয়া না যাক ছোয়াতো যাবে। নাকি তাও মানা? ধন্যবাদ ভাই।
১০
353956
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৬
295434
আবু জারীর লিখেছেন : এখনও আমার মন পরে থাকে ব্লগে কিন্তু আগের মত সময় পাইনা।
ধন্যবাদ।
১১
355423
২৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা অসাধারন কবিতা......
বাংলার অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী গুলো আরোও কতকি দেখাবে আল্লাহ ভাল জানেন।
ধন্যবাদ আপনাকে
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৭
295435
আবু জারীর লিখেছেন : ওদের ভাল্কিবাজি দেখে দেখে জাতি অতিষ্ঠ। আল্লাহর কাছে মুক্তি কামনা করছি এই জগদ্দল পাথর থেকে।
ধন্যবাদ দুলা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File