খোলা খুলি
লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৬:০৬ বিকাল
কে খুলেছে কি খুলেছে
কেন এত হাক ডাক
খোলা খুলির এই খুশিতে
হালিম খাওয়া যাক।
যেমন তেমন হালিম নয় সে
তায়রে নায়রে না
একটু খানি দেরি করে
মজা চেখে যা।
কিসে খাবে কেমনে খাবে
ভাবতে হবে না
জুকার বার্গের ফেবু আছে
চামচ লাগবে না।
বিষয়: সাহিত্য
১২১৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
আমার মন্তব্যটি মুছে ফেলুন, প্লীজ
নেটের স্প্রীড(SPEED-স্পীড) একদম স্লো
মন্দ না এ হালিম-
কোথায় পেলেন তালিম??
তালিমের দরকার নাই পয়সা হলে কিনেই খাওয়া যায়।
জারীর ভায়ার নামে এবার মামলা হবে রজু , হুলিয়া হবে জারি ।
হুলিয়া নিয়েই হয়ত বেচেথাকব আজীবন।
থ্রেট খাবেন না যথা তথা
কথা বললে খুলিয়া
আসতে থাকবে হুলিয়া
থ্রেট খাবেন না যথা তথা
কথা বললে খুলিয়া
আসতে থাকবে হুলিয়া
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
ধন্যবাদ।
বাংলার অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী গুলো আরোও কতকি দেখাবে আল্লাহ ভাল জানেন।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ দুলা।
মন্তব্য করতে লগইন করুন