বিশ্ব মানবাধিকার দিবস আজ কিন্তু চোরা মিজাইন্না আওয়ামী লীগ সরকারের কোন ঘটনায় মর্মাহত না । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আচরণ নিয়ে ‘হতাশা’ প্রকাশ করেছেন।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ ডিসেম্বর, ২০১৫, ০৫:১২:৪৯ বিকাল
আওয়ামী লীগ সরকারের শাসনামল ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত কিছু হত্যা খুন গুম , মামলা হামলা ,জেল ও জুলুমের খতিয়ান । সবাই মনে রাখবেন এবং আগামীতে কাজের সময় পেশ করবেন
০১. শহীদ করেছেন জামায়াতে ইসলামীর-১১৯ জন ।
০২. শহীদ করেছেন ইসলামী ছাত্রশিবিরের-১২৭ জন ।
০৩. ক্রসফায়ারে নিহত মোট ১০৭৬ জন
০৪. ক্রসফায়ারে নিহত জামায়াত ও ছাত্রশিবিরের-৮০ জন
০৫. গ্রেফতার জামায়াত পুরুষ]- ৮৮,৫০০ জন
০৬. গ্রেফতার জামায়াত মহিলা]-৯০০ জন ।
০৭. গ্রেফতার ছাত্রশিবির- ৬০,০০০ জন ।
০৮. গ্রেফতার ছাত্রী -৬০০ জন।
০৯. মোট মামলা -২,০১০০০ টি ।
১০. আহত-৭৫,০০০ জন ।
১১. পঙ্গু -৫,২০০ জন ।
১২. চাকরিচ্যুত ইমাম-১৫০০ জন।
১৩. চাকরিচ্যুত মাদরাসা শিক্ষক- ১২০০ জন ।
১৪. চাকরিচ্যুত স্কুল শিক্ষক- ২১০০ জন।
১৫. চাকরিচ্যুত কলেজ শিক্ষক- ২০০ জন ।
১৬. ওএসডি - হাজারের উপরে।
১৭. পুলিশি রিমান্ড- ৯৫,০০০ জন ।
১৮. গুম-অপহরণ -২১৪৯ জন ।
১৯. বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ৫০০০ বাড়ি-ঘর (প্রায় ২’শ কোটি টাকার সম্পদ)২০. ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট ১.৫’শ কোটি টাকার সরকার
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
নিজের ক্ষমতা পাকা করার জন্য দেশের স্বার্থ জলানজলি দিয়ে সুবিধা দিলেই কিন্তু স্বায়ী হওয়া যায় না এটলিস্ট জনগনের অর্ধেক না হলেও তিনভাগ সমর্থন থাকা চাই
এখন তো সরকারের পায়ের তলায়ই মাটি নাই সমর্থনতো দুরের কথা
পরবর্তিতে এই ভয়ংকরটা আরো ভয়ংকর হয়ে প্রতিশোধের আগুনে ঘি ঢালবে
রিমেম্বার ওয়ানলি
মন্তব্য করতে লগইন করুন