২৮ নভেম্বর ২০১৫
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৯ নভেম্বর, ২০১৫, ০৩:৫১:২৭ দুপুর
২৮ নভেম্বর ২০১৫ রোজ শনিবার। দিনটি বেশ ভালই কেটেছে আমার। সারাদিন বেশ ফুরফুরে মেজাজ ছিল। দুটি খবর আমাকে সারাদিন খুশিতে রেখেছে।
আগের দিনই জানতে পারলাম বিশিষ্ট উপস্থাপক, আবৃত্তিকার, গ্রাফিক্স ডিজাইনার শাহ ইফতেখার তারিক ( যার শৈশব কেটেছে নেত্রকোণায়) ভাই নেত্রকোণায় আসছেন। তাও আবার আমার দোকানের পাশেই। সকাল সাড়ে আটটায় ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে মিটিং ছিল। আমি যেতে পারিনি। তাই পাশের রুমেই ভাইয়ের সাথে মেতেছিলাম আড্ডায়। অনেক জানা শোনা হল ভাইয়ের কাছ থেকে।
তিনি এসেছিলেন তাঁর হজ কাফেলার প্রোগ্রামে।
আল হামিদ হজ এজেন্সীর তিনি বর্তমান মালিক ।
পাশের ঘরেই এজেন্সীর শো রুম।
২য় খবরটি হলো- আমাদের নেত্রকোণার গৌরব নেত্রকোণা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান দুদু ভাই ( যার অস্থায়ী অফিস আমার দোকানের পাশেই) বিএনপি থেকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তিনিও আগের দিন ঢাকা ছিলেন। গতকালই এলেন। সরাসরি ভাইয়ের মুখ থেকেই শুনলাম নির্বাচনে অংশ গ্রহণের কথা।
আশে পাশের সবাই বলতেছে- সুষ্ঠু নির্বাচন দিলে নেত্রকোণায় দুদু ভাই মেয়র হয়ে যাবেন ইনশা আল্লাহ।
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন