২৮ নভেম্বর ২০১৫

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৯ নভেম্বর, ২০১৫, ০৩:৫১:২৭ দুপুর

২৮ নভেম্বর ২০১৫ রোজ শনিবার। দিনটি বেশ ভালই কেটেছে আমার। সারাদিন বেশ ফুরফুরে মেজাজ ছিল। দুটি খবর আমাকে সারাদিন খুশিতে রেখেছে।

আগের দিনই জানতে পারলাম বিশিষ্ট উপস্থাপক, আবৃত্তিকার, গ্রাফিক্স ডিজাইনার শাহ ইফতেখার তারিক ( যার শৈশব কেটেছে নেত্রকোণায়) ভাই নেত্রকোণায় আসছেন। তাও আবার আমার দোকানের পাশেই। সকাল সাড়ে আটটায় ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে মিটিং ছিল। আমি যেতে পারিনি। তাই পাশের রুমেই ভাইয়ের সাথে মেতেছিলাম আড্ডায়। অনেক জানা শোনা হল ভাইয়ের কাছ থেকে।

তিনি এসেছিলেন তাঁর হজ কাফেলার প্রোগ্রামে।

আল হামিদ হজ এজেন্সীর তিনি বর্তমান মালিক ।

পাশের ঘরেই এজেন্সীর শো রুম।

২য় খবরটি হলো- আমাদের নেত্রকোণার গৌরব নেত্রকোণা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান দুদু ভাই ( যার অস্থায়ী অফিস আমার দোকানের পাশেই) বিএনপি থেকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনিও আগের দিন ঢাকা ছিলেন। গতকালই এলেন। সরাসরি ভাইয়ের মুখ থেকেই শুনলাম নির্বাচনে অংশ গ্রহণের কথা।

আশে পাশের সবাই বলতেছে- সুষ্ঠু নির্বাচন দিলে নেত্রকোণায় দুদু ভাই মেয়র হয়ে যাবেন ইনশা আল্লাহ।

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352012
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে
০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০১
292683
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
352020
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দেখার পর সেই আশা করে কে!!!
০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০০
292682
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
352514
০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০০
নকীব কম্পিউটার লিখেছেন : আমিও আমার বন্ধুদের সাথে আলাপ করি। আওয়ামলীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাদের পুলিশ বাহিনী আছে। আর কেউ লাগবে না।
353624
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে Good Luck
১৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১৫
293768
নকীব কম্পিউটার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, কষ্ট করে আমার পাতায় মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File