প্রসঙ্গঃ প্রানভিক্ষা
লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২৯ নভেম্বর, ২০১৫, ০৪:৩৮:৩১ বিকাল
আমার জানামতে মহামান্য রাষ্ট্রপতিকে সংবিধান কর্তৃক দন্ডিত ব্যক্তির দন্ড মার্জনা করার ক্ষমতা দেয়া আছে। মহামান্য রাষ্ট্রপতি অবশ্যই পরম শ্রদ্ধার পাত্র। ইসলামী রাষ্ট্র হলে তাঁর অথবা তাঁর নিযুক্ত প্রতিনিধীর হাতে বাইয়াত গ্রহন করা আমাদের জন্য বাধ্যতামূলক হতো। ইদানিং প্রান ভিক্ষা নামক একটা কথা বেশি শুনছি। রাষ্ট্রপতি নাকি প্রান ভিক্ষা দেন বা দেন না। আমি এ ‘প্রানভিক্ষা’ কথাটির সাথে সম্পূর্ন দ্বিমত পোষন করছি। সর্বশক্তিমান আল্লাহ তায়ালা ছাড়া আর কারোই ক্ষমতা নাই কাউকে প্রানভিক্ষা দেয়ার বা না দেয়ার। আমাদের প্রাক্তন কয়েকজন রাষ্ট্রপতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনারা নিজের প্রান-ই নিজে বাঁচাতে পারেন নি। আরেকজনকে কিভাবে প্রানভিক্ষা দেবেন। আমার বিবেচনায় ‘প্রানভিক্ষা’ কথাটিই অশুদ্ধ। আমি মনে করি এখানে প্রানভিক্ষার পরিবর্তে ‘দন্ড মার্জনা’ শব্দ ব্যবহার অধিকতর যুক্তিযুক্ত
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন