ঘৃণা নয় সহযোগিতার হাত বাড়ান : আল্লাহ আপনাকে মর্যাদা দান করবেন।
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ১৩ মে, ২০১৪, ০১:২৫:০৯ দুপুর
কোন শার্ট বা জামার যদি একটি হাত থাকে, কোন বোতাম না থাকে, কলার একদিকে ছোট একদিকে বড় থাকে, সেলাই আঁকাবাঁকা থাকে একদিকে বেশি লম্বা অন্যদিকে খাটো থাকে তাহলে সেই জামাটা কেউ কি পরবে? দর্জিকে কি উপহার দিবে? কিংবা এমন জামা কি কেউ কিনবে? ইসলাম নামক মহান বৃক্ষটির সবগুলি শাখায় কাজ করতে হবে সকল মুসলমানকে এবং যারা কাজ করছে তাদেরকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। রাসুল সা: সাহাবাদেরকে কুরআন হাদীসের তালিম দিয়েছেন, তাই বলে শুধু তালিম নিয়ে বসে থাকলে হবে না। রাসুল সা: মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছেন, তাই বলে শুধু সারাদিন, সারা জীবন দাওয়াতের কাজ নিয়ে বসে থাকলে হবে না। রাসূল সা: ইসলামী হুকুমত কায়েম করেছিলেন, তাই বলে শুধু হুকুমত কায়েমের জন্য কাজ নিয়ে বসে থাকলে হবে না, রাসূল সা: ইলমে মারেফাতের শিক্ষা দিয়েছেন, তাই বলে শুধু মারেফাতকে নিয়ে বসে থাকলে হবে না। সকল শাখায় কাজ করতে হবে, এবং কাজ করার মানসিকতা তৈরী করতে হবে। কাউকে গালি দেওয়া যাবে না, ঘৃনা করা যাবে না যারা কাজ করতেছে। যদি কারো কাজের মধ্যে ভুল থাকে পদ্ধতিগতভাবে তাদেরকে সংশোধনের জন্য নিজেও এদের ভিতরে প্রবেশ করে কাজটা বুঝে সংশোধনের চেষ্ঠা করতে হবে। দূরে থেকে সংশোধন করা সম্ভব নয়। আসুন প্রিয় বন্ধুরা, মন থেকে ঘৃনা বাদ দিয়ে ইসলামের সকল শাখায় কাজ করি।
* অন্ধের হাতি দেখার মতো ইসলামকে বানানো ঠিক হবে না।
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সহমত৷
মন্তব্য করতে লগইন করুন