ফাঁসি চাই এই নাস্তিকের!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১২ মে, ২০১৪, ০৪:০৮:০১ বিকাল
অবশেষে গ্রেপ্তার করা হলো ফেসবুকে নবীকে অপমাননাকারী সেই কুলংগার কে, ,, মহানবী হযরত মোহাম্মদ (স.) এর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় মুসল্লিরা। শনিবার শরিয়তপুরের নড়িয়া উপজেলার নিতিরা এলাকায় এ ঘটনার পর পুলিশ স্থানীয় নিরঞ্জন মন্ডলের ছেলে দীপক মন্ডলকে (১৬) গ্রেপ্তার করেছে। এ ঘটনায়নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে। নড়িয়া থানার উপ-পরিদশক (এসআই) মো. ফিরোজআলী মোল্লা জানান, দীপক মন্ডল মুঠোফোনে ফেসবুকের মাধ্যমে হযরত মোহাম্মদ (স.) এর বিরুদ্ধে কটূক্তি করে। ফেসবুকে এটি দেখে কয়েকজন যুবক তা স্থানীয় মুসল্লিদের জানান। এসআই ফিরোজ আলী আরো জানান, তিনি নিজে বাদী হয়ে নড়িয়া থানায়একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে দীপক মন্ডল পুলিশকে জানান, তার ফেইসবুকের এক বন্ধু তাকে এটি মেসেজে পাঠিয়েছেন। তিনি না জেনে এটা শেয়ার করেছেন। নড়িয়া থানার পরিদর্শক তদন্ত একে আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীপককে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছে।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুতরাং আমাদের কর্তব্য এখন এই সরকারকে কিভাবে তাড়ানো যায়।
মন্তব্য করতে লগইন করুন