ফাঁসি চাই এই নাস্তিকের!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১২ মে, ২০১৪, ০৪:০৮:০১ বিকাল

অবশেষে গ্রেপ্তার করা হলো ফেসবুকে নবীকে অপমাননাকারী সেই কুলংগার কে, ,, মহানবী হযরত মোহাম্মদ (স.) এর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় মুসল্লিরা। শনিবার শরিয়তপুরের নড়িয়া উপজেলার নিতিরা এলাকায় এ ঘটনার পর পুলিশ স্থানীয় নিরঞ্জন মন্ডলের ছেলে দীপক মন্ডলকে (১৬) গ্রেপ্তার করেছে। এ ঘটনায়নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে। নড়িয়া থানার উপ-পরিদশক (এসআই) মো. ফিরোজআলী মোল্লা জানান, দীপক মন্ডল মুঠোফোনে ফেসবুকের মাধ্যমে হযরত মোহাম্মদ (স.) এর বিরুদ্ধে কটূক্তি করে। ফেসবুকে এটি দেখে কয়েকজন যুবক তা স্থানীয় মুসল্লিদের জানান। এসআই ফিরোজ আলী আরো জানান, তিনি নিজে বাদী হয়ে নড়িয়া থানায়একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে দীপক মন্ডল পুলিশকে জানান, তার ফেইসবুকের এক বন্ধু তাকে এটি মেসেজে পাঠিয়েছেন। তিনি না জেনে এটা শেয়ার করেছেন। নড়িয়া থানার পরিদর্শক তদন্ত একে আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীপককে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছে।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220630
১২ মে ২০১৪ বিকাল ০৪:২৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ‌ওর মত শয়তানগুলারে প্রকাশ্যে শুলে চড়িয়ে মারা উচিত।
220631
১২ মে ২০১৪ বিকাল ০৪:২৪
হতভাগা লিখেছেন : ফাঁসি চান! একে তো আমেরিকায় পাঠিয়ে দেবে ।
১২ মে ২০১৪ বিকাল ০৪:৪৮
168234
মুজিব সেনা লিখেছেন : আমি সামনে পাইলে এক কোপ দিয়া ধোর আলাদা কইরা ফালাইতাম,মুজিব সেনা আমি মরণে ভয় পাইনা।
220635
১২ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : অনেক ধন্যবাদ
220636
১২ মে ২০১৪ বিকাল ০৪:৪৮
মুজিব সেনা লিখেছেন : আমি সামনে পাইলে এক কোপ দিয়া ধোর আলাদা কইরা ফালাইতাম,মুজিব সেনা আমি মরণে ভয় পাইনা।
220643
১২ মে ২০১৪ বিকাল ০৫:২১
নীল জোছনা লিখেছেন : ঐ নরপশুর ফাঁসি চাই
220658
১২ মে ২০১৪ বিকাল ০৫:৫১
আমি মুসাফির লিখেছেন : এরা এই সরকারেরই মদদ পুষ্ট লোক । এই সরকারের আমলেই ইসলাম, কুরআন, নবী করীম সাঃ এবং মুসলমানদের চরম ভাবে অপমান করা হয়েছে।
সুতরাং আমাদের কর্তব্য এখন এই সরকারকে কিভাবে তাড়ানো যায়।
220687
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
অনেক পথ বাকি লিখেছেন : ঐ নরপশুর ফাঁসি চাই। ধন্যবাদ ।
220691
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
সোনামণি লিখেছেন : ফাঁসি চাই
220715
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
আঁধার কালো লিখেছেন : ফাঁসি চান! ভালো লাগলো । ধন্যবাদ ।
১০
220776
১২ মে ২০১৪ রাত ০৮:০৮
বেদনা মধুর লিখেছেন : ছেড়ে দেয়া হবে তাকে। তবে যারা তার বিপক্ষে তাদেরকে শাস্তি পেতে হবে, এটাই লীগের নীতি।
১১
221074
১৩ মে ২০১৪ বিকাল ০৫:০৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ফাসি চাই ফাসি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File