এই গুণ সম্পন্ন কোন স্ত্রী যদি কারো কপালে জুটে?
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৫ জানুয়ারি, ২০১৪, ০৭:০০:২৬ সন্ধ্যা
এক ব্যক্তি তার স্ত্রীর কিছু গুণের কথা আমার কাছে পেশ করে নিম্মে তা আপনাদের সম্মুখে পেশ করলাম তার অনুমতি নিয়েই। এখানে তার নাম উল্লেখ করলাম না।
অবশ্য নিম্নোক্ত গুণগুলির একটিও নেই আমার স্ত্রীর মধ্যে।
একজন মোটা মহিলার কিছু গুণ:-
-
-
-
-
-
-
সেই অনুপাতে অন্যদেরকেও কিছু পরিমাপ করা যেতে পারে।
১। সে ঘুমায় বেশি।
২। খায় বেশি।
৩। তার রাগ বেশি।
৪। সে অপব্যবহার করে বেশি।
৫। সে ভবিষ্যত সম্পর্কে চিন্তা করতে চায় না।
৬। নিজের ভাল বুঝে, অন্যের ভাল সহ্য হয় না।
৭। সে ঝগড়াটে।
৮। অন্যের দোষ খুঁজে, কিন্তু নিজেরটা না।
৯। সে খুব অহংকারী, গৌরব করে বেশি।
১০। সে স্বাধীনচেতা, কারো অধীনে থাকতে চায়না।
১১। সে কোন কাজই সুন্দরভাবে সমাধা করতে পারে না।
১২। সে কোন জিনিস হেফাজত করতে পারে না।
১৩। সে অলস, সময় জ্ঞান বলতে কিছু নেই।
১৪। তার মনে ভালোবাসা কম।
১৫। সে আত্মীয়তা চিহ্নকারী।
১৬। সে নিজের আত্মীয়কেও শত্রু ভাবে।
১৭। সে খুব সন্দেহ প্রবণ।
১৮। ইবাদতে সে গাফিল।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আর আগে দেখতে হবে, স্ত্রী আদর্শবাদ স্বামী পেল কি না।
কিন্তু বহু চেষ্ঠা করেও স্ত্রী কে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারেনি স্বামী।
উল্লেখিত ১৮টি গুন কমবেশি নারী-পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায়। অহেতুক একে অন্যের দোষ না খুঁজে মানিয়ে নেওয়াই ভালো। না পারলে শরীয়ত মোতাবেক পৃথক হবার ব্যবস্থাতো আছেই।
মন্তব্য করতে লগইন করুন