অবশেষে
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৫ জানুয়ারি, ২০১৪, ০৬:৫২:৪৫ সন্ধ্যা
সকল ব্যস্ততা সেরে
ফিরি যখন তোমার দ্বারে,
সকল ক্লান্তি প্রশান্ত হয়
তোমার মায়ামুখ দেখে.
খুশিতে মন নাচে
থাক যদি কাছে,
তবু চিন্তিত ভাব দেখাই
শুধু মিছে-মিছে.
ছলনা আমার বুঝতে না পেরে
তুমি কত কৌশল কর
আমাকে হাসাবে বলে,
আমার হৃদয় এমনিতেই হাসে
তোমার মায়া মুখ দেখে.
আমি ভান ধরি, ভাব করি
লুকায়ে মুখের হাসি,
অবশেষে তুমি বিরক্ত হলে
অত:পর আমি হাসি.
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
ব্লগবাড়িতে বেড়াতে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল.
ভাবিকে সালাম
মন্তব্য করতে লগইন করুন