হাবীলের কাক

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০১ জানুয়ারি, ২০১৪, ০৩:২২:৩৪ দুপুর



আমি বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে।

আমি জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে।

আমি শোষক-শোষিতের বিরুদ্ধে, নির্যাতিত শাসিতের পক্ষে।

এই কথা গুলি আজ মানুষের সম্মুখে বলা যায়। কিন্তু জালিমের সম্মুখে বলা যায় না।

যে ব্যক্তি খারাপ কাজটি করতেছে সে ভালভাবেই জানে কি করতেছে, কিন্তু কেউ যদি তার খারাপ কাজে বাধা দেয় তখন তার শত্রুতে পরিণত হয়।

বর্তমান বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে তাতে দেশের জনগণ শান্তিতে নেই। গণতন্ত্রের আড়ালে স্বৈরশাসন চলতেছে। এই কথা কেউ কেউ মুখে বলতেছেন। কিন্তু জালিমরা কানে সীসা ঢেলে জুলুমে নেমেছে।

কেউ শান্তিতে নেই। কত প্রাণ ঝরে যাচ্ছে অকালে। অসংখ্য নিরপরাধের রক্ত ঝরছে পবিত্র বাংলার মাটিতে। আমরা সাধারণ জনগণ না খেয়ে মরছি। তাতে তার কি যায় আসে?

আমরা সৃষ্টি কর্তার কাছে দোয়া করি।

হে প্রভূ আমাদেরকে তুমি ক্ষমা করো। জালিম সরকারকে আমাদের উপর থেকে সরিয়ে নাও। ওরা যে আমাদের উপর জুলুম চালিয়েছে তাও আমরা কারো কাছে বলতে পারছি না। একমাত্র তোমার কাছেই জানাই আমাদেরকে ধ্বংস করো না।

কাবিল যে পথে চলছিল সেই পথ থেকে ফিরিয়ে আনার জন্য হাবিল আপ্রাণ চেষ্ঠা করেও সফল হয়নি।

আমাদের লক্ষ মা, বোন, ভাইয়ের রক্ত ও ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা নিয়ে আজ চিনিমিনি খেলা চলছে। দেশী- বিদেশীদের সকল ষড়যন্ত্রকে চিহ্ন করে দাও।

আমরা মজলুম। প্রশাসনিক শক্তি দিয়ে আমাদের উপর জুলুম চালানো হচ্ছে।

এ থেকে এদেশের মানুষ ও সম্পদকে হেফাজত করো। আমীন।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158009
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
ভিশু লিখেছেন : মজার ব্যাপার হলো, জালিমদেরকে মহান রাব্বুল আ'লামীন ওদের নিজেদের শিকড়গুলো ওদের দিয়েই মহা-আনন্দে কাটার ব্যবস্থা করে দেন! তাই হয়েছিল অতীতে, এখনো চলছে, চলবেও ইনশাআল্লাহ...Praying Day Dreaming
158062
০১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
158143
০১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৮
সবুজেরসিড়ি লিখেছেন : ইহা আল্লাহ মজলুম এর দোয়া কবুল করুন এই জালিম থেকে রক্ষা করুন . . .
158238
০২ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:২৭
গন্ধসুধা লিখেছেন : আমীন Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File