আশরাফ-ইনু-হানিফ-মুতা মামুন বচন
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০১ জানুয়ারি, ২০১৪, ০৪:১২:৩৭ বিকাল
আ্ওয়ামী গবেষক মুনতাসির মামুন ( মুতা মামুন) বলেছেন খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন
বাস্তবতাঃ জুলফিকার আলী ভুট্টুর সাথে সাথে গলায় গলা মিলিয়ে কোলাককোলি করেছিলেন- মরহুম শেখ মুজিবুর রহমান, পাকিস্তানী পররাস্ট্র মন্ত্রীর গালে চুমু খেয়েছেন দীপুমনী। মালালার গায়ে হাত রেখে আদর করেছেন শেখ হাসিনা। ক্রিকেটার আফ্রিদীর সাথে ছবি তুলে গর্ববোধ করছেন আ্ওয়ামী নেতাদের সন্তানরা। এবং
শত মাইল দুর থেকে বাংলাদেশে আগ্রাসান চালানোর কোন সুযোগ পাকিস্তানীদের নাই। তারা আমাদের সীমান্তে গুলি করার সুযোগ পাবে না, কারণ তাদের সাথে আমাদের কোন সীমান্ত নাই। তারা অবাধ বানিজ্যের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বানিজ্যে আধিপত্য বিস্তার করতে পারবে না, সাংস্কৃতিক আগ্রাসান চালাতে পারবে না, মাদক এবং ফেনিসিডিল পাচার করতে পারবেনা, নারী পাচার করতে পারবে না। এ ধরনের কোন সুযোগ পাকিস্তানের নেই। কিন্তু ভারত প্রতিনিয়ত সীমান্তে গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করছে, নারী পাচার, মাদক পাচার সীমান্তে চোরাচালানসহ সাংস্কৃতিক আগ্রাসানের মাধ্যমে যুব সমাজের নৈতিক চরিত্র ধ্বংস করছে- অত্এব ভারত এখন বাংলাদেশের প্রধান দুশমন, ভারতীয় দালালদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়া দরকার।
বিরোধী দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসী বাস্তবায়নের জন্য বেগম খালদো জিয়া দিনভর চেস্টা করেও যখন বাসা থেকে বের হতে পারলনে না। তারপর সৈয়দ আশরাফ সাহেব বললেন 'তার বের হ্ওয়ার কোন ইচ্ছা ছিল না, তিনি গোলাপী রংয়ের শাড়ী পড়ে নাটক করেছেন' ।
বাস্তবতাঃ ঐ দিন বেগম খালেদা জিয়ার পড়নে ছিল সাদা শাড়ি আর তিনি বের হ্ওয়ার জন্য ছিলেন শতভাগ প্রস্তুত।
আজ এক সাংবাদিক সম্মেলনে ইনু সাহেব বলেছেন খালেদা অবরুদ্ধ নয়
বাস্তবতা ছবিতে
আ্ওয়ামীলীগের হাইব্রীড নেতা হানিফ সাহেব আজ বলেছেন সুপ্রীম কোর্টে হামলা করেছে সাধারণ জনগণ কিন্তু বাস্তবতা ছবিতে
বিষয়: বিবিধ
২১২৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিথ্যা চুরি ড়াকাতি ধর্ষণ লাম্ফট্য এই গুলিতে তো আওয়ামী রাই ১ নাম্বার।
০ তাহলে যারা উনাকে এবং উনার দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল তারাও তো পাকিস্তানী এজেন্ট । তার মানে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পাকিস্তানের এজেন্ট !
বাংলাদেশ স্বাধীন তাহলে হল কিভাবে ?
এই ছাগলগুলার কথা এখন পাবলিকে শুেন না
মন্তব্য করতে লগইন করুন