একটি সুন্দর গজল : কন্ঠশিল্পী আবু রায়হান, গীতিকার, সুরকার, আইনুদ্দীন আল আজাদ রহ:

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৩ অক্টোবর, ২০১৩, ১১:৫২:০৯ সকাল

মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। ২ বার।

মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মা । ঐ। ২ বার।

তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা

তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। ২ বার।

তোমায় বিনে বেঁচে থাকা, ২ বার, দু:সহ যাতনা ॥ ঐ ২ বার

সকল আঘাত সইতে পারি এই দুনিয়ার বুকে

শুধুই কাতর জীবন আমার তুমি হারা শোকে ॥ ২ বার।

তোমার বিদায় সেই বেলা কি, ২ বার, শুধু দেয় বেদনা । মা, ঐ ২ বার।

হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি

চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি ॥ ২ বার।

পালকি চড়ে এ ঘর ছেড়ে, ২ বার, নিলে যে রওয়ানা ॥ ঐ ২ বার।

বিষয়: বিবিধ

৫৩৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File