বিদা'ত মুসলিম উম্মাহ'র মধ্যে বিভক্তি সৃষ্টি করে

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ অক্টোবর, ২০১৩, ১১:৪৮:৪০ সকাল

বিদা'ত মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তি সৃষ্টি করে এবং তাদের মধ্যে দ্বন্দ কলহ সৃষ্টি করে দূরত্ব বাড়িয়ে দেয়, কখনও মারামারি হানাহানিতে লিপ্ত হয়। কেউ জেনে বিদা'ত করছে শুধুমাত্র নিজেদের স্বার্থের কারণে অথবা অর্থের প্রয়োজনে। তারা সত্য গোপন করছে। উদাহরণ হিসেবে বলা যায়- একদল লোক মীলাদ বা মীলাদুন্নবী পালন করে। আর এক দল বিদা'ত হওয়ায় তা বর্জন বা বিরোধীতা করল। যারা এটা পালন করল তারা প্রচার করতে লাগল যে, অমুক দল আল্লাহর রসূল (সাঃ) এর জন্মদিনে আনন্দিত হওয়া পছন্দ করেনা। তাঁর গুণগান করা তাদের কাছে ভাল লাগেনা। তাদের অন্তরে রসূল (সাঃ) এর মুহাব্বত নেই। যাদের অন্তরে রসূল (সাঃ) এর মুহাব্বত নেই তারা বেঈমান, রসূল (সাঃ) এর দুশমন। আর এধরণের প্রচারণায় তারা দু'টি দলে বিভক্ত হয়ে তারা একে অপরের দুশমনে পরিণত হয় এবং হানাহানিতে লিপ্ত হয়ে পড়ে।

তাই মুসিলম উম্মাহকে আবার একত্র করতে হলে সকলকে কুরআন ও সুন্নাহর দিকে আহ্বান ও বিদা'ত বর্জনের অহিংস ও শান্তিপূর্ণ পন্থায় পরম ধৈর্যের সাথে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হবে সকল মানুষ ও মানবতার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শন করে। কারো অনুভূতিতে আঘাত লাগে এমন আচরণ করা যাবে না। এ বিশ্বাস রাখতে হবে যে, যা হক ও সত্য তা-ই শুধু টিকে থাকবে। আর যা বাতিল তা দেরীতে হলেও বিলুপ্ত হবে।

বিদা'ত যিনি প্রচলন করেন বা সেই অনুযায়ী আমল করেন তাদের অনেকেই এটাকে মহৎ কাজ মনে করে করেন। তিনি মনে করেন একাজে আল্লাহ তা'আলা সন্তুষ্ট হবেন। যেমন- আল্লাহ তা'আলা বলেন- "তারা ধর্মে বৈরাগ্যবাদের বিদা'ত চালু করেছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যারা বিদা'তকে পাপ কাজ মনে করে করেন না, তারা একাজ থেকে তাওবা করার প্রয়োজনও মনে করেন না এবং তাওবা করার সুযোগও তাদের হয় না। অন্যান্য পাপের বেলায় কমপক্ষে যিনি পাপে লিপ্ত হন এটাকে অন্যায় কাজ মনে করেও তা করেন। পরবর্তীতে তার অনুশোচনা আসে, এক সময় তাওবা করে আল্লাহ তা'আলার ক্ষমা লাভের চেষ্টা করেন। কিন্তু না জেনে বিদা'তে লিপ্ত ব্যাক্তির বেলায় এ আশা করা যায় না।

বিষয়: বিবিধ

১৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File