আপনার মেজাজ তখন কেমন থাকে?
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৬ জুলাই, ২০১৩, ১১:০৫:৫৯ সকাল
যখন আপনি খাবার খেতে বসেছেন। খাবারের কয়েকটি লোকমা মুখে দিলেন। এক সময় দেখেন একটা লম্বা চুল আপনার মুখের ভিতরে প্রবেশ করছে। তখন আপনার মেজাজ কেমন থাকে?
আমার পরিবারের কয়েকজন পুরুষকে দেখেছি , এই সময় তারা ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন। এমনকি কেউ কেউ ভাতের থালা ঘরের বাহিরে ঢিল ছুঁড়েছেন। পানির গ্লাস আছড়ে ভেঙ্গেছেন। কেন সেটাতে ময়লা থাকল।
আমি এমন কাউকেও দেখেছি, বউকে মারধোর করতে। কেন তরকারীতে বা ভাতে মহিলাদের মাথার চুল পাওয়া গেল। আর ভাত দিতে দেরী হলে তো খবর আছে। পিঠের মধ্যে ২-৩টা কিল পড়ে যায়।
আমার একটি ভগ্নীপতিকে দেখেছি, সে এই দিন ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে। আলাদা নতুন প্লেটে ভাত দিলেও খাবে না। যেহেতু আজকের খাবারে চুল পাওয়া গিয়েছে।
তার জন্য ভাত রান্না করলে- তা ঝরঝরে থাকতে হবে। যদি একটু নরম হয়ে যায়, তাহলেই হল, আজ ভাত খাওয়া যাবে না। তরকারীর ঝোল একটু পাতলা হলে, “নদীর পানি সব এনে ঢেলে দিয়েছে” ইত্যাদি মন্তব্য করতে করতে মেজাজ দেখায়।
প্রায়ই ভাবি, মহিলারা কত কষ্ট করে রান্না করেন। তাদের সাথে এমন নিষ্ঠুর ব্যবহার! সহ্য করার মত নয়।
আমার বেলায় কখনও এমনটি ঘটে না। সতর্ক করার জন্য প্রায়ই দেখাই দেখতো এটাকি? ধর, ধর, টান দেও।
হাসতে হাসতে বলে থাকে, সব কিছু কি খালি আপনার থালায়ই যায়? আমাদের চোখে তো পড়ে না।
সহমর্মিতার হাত বাড়িয়ে দিন। দেখবেন সংসার সুন্দর হয়ে গেছে।
মানুষে বলে, সংসার সুখের হয় রমণীর গুণে, আমি তো বলি - সংসার সুখের হয় উভয়ের গুণে।
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন