নতুন ব্লগার হলাম
লিখেছেন লিখেছেন সাজনিন ইসলাম ২৬ জুলাই, ২০১৩, ১০:৫০:১২ সকাল
ছোট বেলা থেকেই গরু রচনা দিয়ে আমাদের লেখালেখি শুরু হয়, আমার ও তার ব্যতিক্রম হয়নি। গরুর চারটি ঠ্যাং আছে দুটো সিং আছে এ রচনা যে কেন লিখতে হত তার মানে বুঝা আমার পক্ষে খুব দুরুহ ছিল।
এখন কিছু কিছু বুঝি রচনা হল একটা শিল্প, রচনার মধ্য দিয়েই নিজের পরিচয় , মেধা সব কিছু প্রকাশ করা যায়, অন্যের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা যায়।
তাই সাধারন মানুষের মত প্রকাশ আর কথা বলার এই প্লাটফর্মে নিজেকে যুক্ত করলাম। আশাকরি সবাই আমাকে উৎসাহিত করতে কুন্ঠাবোধ করবেন না।
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন