ওলংগং ৩
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৬ জুলাই, ২০১৩, ১০:২৯:৩৬ সকাল
তবে কিছু কিছু বৌদ্ধ ভীক্ষু কিছু অলৌকিক কর্মকান্ড সম্পাদন করে থাকেন। শোনা যায় কেউ মাধ্যাকর্ষণ শক্তিকে ফাঁকি দিয়ে নিজেদের ভরশুণ্য করতে পারেন। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। বহু হিন্দু যোগীও কিছু অলৌকিক কর্মকান্ড করেছেন। আবার মুসলিমদের মধ্যেও কোনো কোনো ব্যক্তির ব্যাপারে এমন শোনা যায়। অবার অনেকে ভাল ম্যাজিক দেখিয়েও মানুষকে অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করেছে। এগুলোর ভাল কোনো ব্যাখ্যা নেই।
তবে নবী রসূলদেরকে কোনো সম্প্রদায়ে পাঠিয়ে আল্লাহ তায়ালা কিছু অলৌকিক ক্ষমতাও দিতেন। সেগুলো বিশ্বাস করা ঈমানের সাথে সম্পৃক্ত বিধায় তা বিশ্বাসীদেরকে বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হবে। ইহুদী,খ্রীষ্টান,মুসলিম এ ব্যাপারে ১০০% একমত। যারা কোনো ধর্ম বিশ্বাসে বিশ্বাসী নন,তারা তর্ক করতে পারে,তবে ঘটিত অনেক অলৌকিক বিষয়ের ব্যাখ্যা জানা সম্ভব হয়নি। আল্লাহ যাকে খুশী তাকে কিছু যোগ্যতা বা ক্ষমতা দেন। শয়তানকেও ক্ষমতা দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। শোনা যায় শয়তান সাধকগন অনেক অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে পারে।
নীচের তলায় বেশ ভাল লাগল। সর্বত্র নিরবতা কাজ করছে। এরা খুব নিরব প্রকৃতির। অবশ্য সম্প্রতি (২০১২-২০১৩)মায়ানমারে শান্ত বৌদ্ধদেরকে যথেষ্ট অশান্ত অবস্থায় দেখা গেছে। কোনো কারনে হয়ত মেডিটেশন ভঙ্গ হয়েছে সেখানে। আজ যখন এই লেখা লিখছি তখন হাজার হাজার মুসলিমকে সেখানে বিভিন্নভাবে হত্যা করেছে শান্ত শিষ্ট বুদ্ধরা এবং মসজিদ,বাড়িঘরে আগুন দিয়ে নিশ্চিহ্ন করা হয়েছে। শিশুদেরকেও হাত পা বেধে পানিতে নিক্ষেপ করা হয়েছে। একস্থানে দেখলাম কয়েক’শ নারী-পুরুষ-শিশুর লাশের স্তুপ। এসংক্রান্ত ভিডিও দেখা বন্ধ করেছি,কারণ তাদের জন্যে কিছুই করতে পারছিনা আর মানুষিক চাপও নিতে পারছি না। তবে সকল বুদ্ধ অবশ্যই সমান নয়। ভাল-মন্দ সর্বত্রই রয়েছে। এতটুকু বলা যায় প্রকৃত ধার্মিকরা এজাতীয় দাঙ্গা হাঙ্গামা করেনা।
আমার এই এক দোষ,লেকচার শুরু করে কোথাকার পানি যে কোথায় নিয়ে যাই তার ইয়ত্তা নেই। ছিলাম ওলংগং,চলে গেলাম মায়ানমার। যাইহোক,এলাকাটি আমার পছন্দ হয়েছে। বারবার একই জিনিস দেখছিলাম যাতে ভুলে না যাই। এদের উপাসনালয়ের বাইরের পাশে গিয়েও ভাল করে দেখলাম। সর্বত্রই পরিচ্ছন্নতা। নিরব এই পরিবেশটা ভাল লাগল। তারা শান্তিতে থাকুক। শুভ কামনা থাকল সকলের প্রতি। বিশ্বের প্রতিটি প্রাণী সুখী হোক !
চলছে...
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন