হায় আমাদের শিক্ষা ব্যবস্থা!(২)

লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ২৬ জুলাই, ২০১৩, ১০:২৩:৫১ সকাল



গত দিন আমি লিখেছিলাম গণিত নিয়ে।আজ লেখব ইংরেজি নিয়ে।এই ঘটনাটিও আমার এক বন্ধুর সাথে।সে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুতে এক গ্যাপে একটা শব্দ ব্যাবহার করে নাম্বার না পেয়ে স্যারের সাথে কথা বললে তিনি বলেন তিনি এই শব্দ কখনও দেখেনও নাই এবং এটার অর্থও তিনি জানেন না।আমার কথা তিনি কি ধরণের শিক্ষক যে অর্থ না জানলে ডিকসনারী ঘাটতে সমস্যা হয়?আমি মানি যে সবাই সব জানেনা।কিন্তু তিনি না জেনে ডিকসনারী দেখলেন না কেন?ধরে নিলাম আমার বন্ধু ভুল ছিল।কিন্তু নাজেনে তিনি কাটলেন কোন হিসাবে?তাদের নাজানার জন্য আমাদের মত নির্দোষ শিক্ষার্থীরা বন্চিত হচ্ছে তাদের প্রাপ্য থেকে।এখন আপনারাই বলুন এই ছেলেটির(আমার বন্ধু) নাম্বার না পাবার জন্য কে দায়ী?এসব স্যারদের জন্য প্রাপ্য থেকে বন্চিত হয়ে বলতে ইচ্ছা হয়"হায় আমাদের শিক্ষা ব্যবস্থা!!"

বিষয়: বিবিধ

১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File