হায় আমাদের শিক্ষা ব্যবস্থা (৯)

লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ২২ জুলাই, ২০১৪, ০৩:৪৫:৩৫ দুপুর

আমি "হায় আমাদের শিক্ষা ব্যাবস্থা (৮)"-এ যে শিক্ষকের কথা বলেছিলাম আজ তার সম্পর্কে আর কিছু বলতে চাই।দয়া করে পুরোটাই পড়বেন।

উনি ছাত্রদের বলেন:আমার কাছে পড়তে আস তোমাদের বিড়ি সিগারেট নিয়ে চিন্তা করতে হবে না।(যারা ধূমপায়ী)।

আবার সে ছাত্রদের সাথে চুক্তি করে "যদি কেউ কোনো ছাত্র জোগাড় করে দেয় তবে তাকে বেতনের ৩ ভাগের ১ ভাগ দেয়া হবে"

এবার আপনারা তো যথেষ্ট শিক্ষিত।এবার আগে যোগটা করে উত্তরটা মিলিয়ে নেন -5+(1-0.425)

.

.

.

.

.

.

.

.

উত্তরটা -5.575

এবার বলেন একজন ক্লাস টিচারের গনিত শিক্ষা যদি এই লেভেলের হয় তাইলে ছাত্ররা কি শিখবে?

আবার সে নাকি ঢাবির গনিতের ছাত্র ছিল........

আমার এখন সন্দেহ হয় ঐ আমলেও মনে হয় প্রশ্ন ফাস হত।

আবার বলে কি ক্যালকুলেটর ভুল অন্য স্যারের নিয়ম ভুল একমাত্র উনি ঠিক।ঐ স্যারের মত হাজার হাজার স্যারের জন্য আজ বাংলাদেশের এই অবস্থা।

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247170
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫০
শুকনা মরিচ লিখেছেন : ওহ আর একটি কথা ঐ স্যারের নাম মাশিকুর রহমান।<গভ:ল্যাব হাই স্কুল>
247171
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫২
দিশারি লিখেছেন : এরাই জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে...
২২ জুলাই ২০১৪ রাত ১১:২৫
192059
শুকনা মরিচ লিখেছেন : এদের জন্য তো মেরুদন্ড তৈরি-ই হওয়ার সুযোগ পায়না।
247186
২২ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই স্যার এর ইতিহাস শুনে তো আবার ছাত্র হতে ইচ্ছা করছে!!
২২ জুলাই ২০১৪ রাত ১১:২৫
192060
শুকনা মরিচ লিখেছেন : কেন আমাদের মত বাশ কি আপনিও খেতে চান?
247193
২২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪০
সন্ধাতারা লিখেছেন : It is an important topic for awareness mashallah.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File