হায় আমাদের শিক্ষা ব্যবস্থা (৮)

লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ০৪ মে, ২০১৪, ০৪:৫৬:২৪ বিকাল

বাংলাদেশ বিপুল হারে বেড়ে গেছে কোচিং বাণিজ্য। আমাদের শ্রেণী শিক্ষক আমাদের ক্লাসে এসে পড়ানো বাদ দিয়ে পুরো সময় শুধু নিজের প্রশংসা নিয়েই মেতে থাকেন। তার দাবি তিনি ক্লাস টিচার হয়েছেন ছাত্র পড়াতে। এক কথায় আমাদের জিম্মি করে রাখে। তার কাছে না পরলে এসবিএ/পরীক্ষায় ফেল করায়, কেউ গুরুতর অসুস্থ হলে ছুটি নাই। এছাড়া সারা দিন তো ঝাড়ি আছেই। অসভ্য শিক্ষকের কাছে পড়তে গেলেও পুরো সময়েই অশ্লীল ইঙ্গিতে কথা বলে। সরকার কোচিং ব্যবসা বন্ধের নির্দেশ দিলেও এই হারামি মার্কা শিক্ষকরা তা করে না। আপনারা ভাবছেন আমি গালাগাল করছি তাকে নিয়ে। কিন্তু এটা আমাদের সকলেরই ক্ষোভ। আমি আমার সহপাঠীদের ও নিজের পক্ষ থেকে এই প্রতিবাদ জানাই সেসব নির্লজ্জ বেহায়া শিক্ষককে যারা ভালো কিছু করতে তো পারেই না বরং খারাপ কিছু করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে।

বিষয়: বিবিধ

১৫০১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217347
০৪ মে ২০১৪ বিকাল ০৫:২৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সত্যি বলেছেন। এইসব হারামী শিক্ষকদের কাছ থেকে যে ছাত্ররা কবে রেহাই পাবে আল্লাহই জানে।
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪২
192069
শুকনা মরিচ লিখেছেন : প্রত্যেক বছর নতুন পোলা পাইন ধরে বাশ দেয়
217356
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৬
অনেক পথ বাকি লিখেছেন : কোচিং বাণিজ্য বন্ধ করা দরকার ।
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪৩
192070
শুকনা মরিচ লিখেছেন : সহমত
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪৬
192077
শুকনা মরিচ লিখেছেন : সহমত
217363
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৪০
ছিঁচকে চোর লিখেছেন : অনেক পথ বাকি লিখেছেন : কোচিং বাণিজ্য বন্ধ করা দরকার

সহমত
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪৩
192071
শুকনা মরিচ লিখেছেন : সহমত
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪৪
192073
শুকনা মরিচ লিখেছেন : সহমত
217377
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫১
আঁধার কালো লিখেছেন : সত্যি বলেছেন। কোচিং বাণিজ্য বন্ধ করা দরকার ।
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪৪
192072
শুকনা মরিচ লিখেছেন : সহমত
217408
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
217442
০৪ মে ২০১৪ রাত ০৮:০৭
ফেরারী মন লিখেছেন : শিক্ষা ব্যবস্থাই উঠায়া দেয়া হোক।
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪৫
192075
শুকনা মরিচ লিখেছেন : ওইটার একটু দরকার আসে
217702
০৫ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
শুকনা মরিচ লিখেছেন : আমরা তো ১ বছর পর রেহাই পাবো
218393
০৭ মে ২০১৪ সকাল ১০:৪৪
আহমদ মুসা লিখেছেন : তুমি এতো দিন কোথায় ছিলা? ব্লগে অনেকদিন পরে আসলা মনে হয়? পড়াশুনা নিয়ে কি খুব ব্যস্ত সময় কাটাচ্ছো?
২২ জুলাই ২০১৪ রাত ১১:৪৫
192076
শুকনা মরিচ লিখেছেন : না তেমন ব্যাস্ত না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File