হায় আমাদের শিক্ষা ব্যাবস্থা (৭)

লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ০২ মে, ২০১৪, ০৬:২৪:২২ সকাল

বর্তমানে আমাদের শিক্ষা ব্যাবস্থা এতই খারাপ হয়েছে যে সত্যি কথা বললে খুন হতে হয়।উদা: স্বপন কুমার গোস্বামী (প্রয়াত সহকারী শিক্ষক গভ:ল্যাব হাই স্কুল ঢাকা) তার কোচিং-এ এক ছেলে পরীক্ষায় ফেল করে।তার পিতা সচিব হওয়ায় স্যারকে সে হুমকি দিলেও স্যার নাম্বার বারান নি বরং তার বাবাকে এটা অবহিত করলে পিতা ছেলেকে বকাবকি করে।আর এই অপমানের শোধ নেয় সে আমাদের এই স্যারকে হত্যা করে।

এখন এটাই কি স্যারের দোষ যে স্যার সবাইকে সমান মনে করেছেন? নাকি স্যারের দোষ তিনি সত্যের পথে ছিলেন?

এটা একটা সত্য ঘটনা যা ঘটে ২০০২ সালের ২৬ অক্টোবর।

বিষয়: বিবিধ

১৩৬২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216466
০২ মে ২০১৪ দুপুর ০২:৫৯
হতভাগা লিখেছেন : সেই সচিব রত্ন এখন কোথায় ?
216549
০২ মে ২০১৪ বিকাল ০৫:৫৯
শুকনা মরিচ লিখেছেন : এটা বলতে পারছি না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File