জামাত কেন কোনদিন ও ক্ষমতায় যাবে না (১)

লিখেছেন লিখেছেন থার্ড আই ০২ মে, ২০১৪, ০৫:০২:১৮ সকাল

এই সিরিজে জামাত এর সমস্যা বা ভুল গুলি তুলে ধরা হবে এবং পরবর্তিতে পাঠকদের ফিডব্যাক পর্যালোচনা করে সমস্যা গুলির একটা সমাধান খোজার চেস্টা করা হবে।

প্রথম পর্ব:

কারন অমুসলিমদের কে ইগনোর করা। জামাতে অমুসলিম দের কোন জায়গা নাই। বাংলাদেশের শতকরা ১৫ ভাগ মানুষ অমুসলিম। শতকরা ১৫ ভাগ মানুষ একটা বিশাল সংখ্যা। মানুষ ছোটকাল থেকেই সবধর্মের মানুষ একসাথে বড় হয়।

কিন্তু জামাতে অমুসলিমদের কোন জায়গা নাই। বা অমুসলিমদের ব্যাপারে জামাতের ভুমিকা টাও ক্লিয়ার না।

বিশেষ করে জামাত কট্টরপহ্নি মুসলিমদের একটা সংগঠন।

জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের কি হবে? তাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে? তাদের কি জিজিয়া কর দিতে হবে? অমুসলিম মহিলাদের কে কি বোরকা পরতে হবে?

জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের যে কি হবে , তা জামাত ও কখনো বলে নি । কেউ তা যানেনা।

অমুসলিম রা কি মন্ত্রী, বিচাপতি, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবেনা।

যদি অমুসলিমদের মুসলিমদের সমান ক্ষমতা দেয়া না হয় তাহলে তারা হয়ে যাবে দ্বিতীয় শ্রেনীর নাগরিক। সেটা কি বর্তমান সভ্যতায় মানায়।

বিষয়: বিবিধ

১৫১৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216360
০২ মে ২০১৪ সকাল ০৫:১৯
পাহারা লিখেছেন : জামাআত সম্পকে আপনার আরো একটু লেখা পড়া দরকার আছে।
০২ মে ২০১৪ সকাল ১১:৩২
164562
থার্ড আই লিখেছেন : এভাবে না বলে পোসটের ব্যাপারে নির্দিস্ট ভাবে বলুন
216363
০২ মে ২০১৪ সকাল ০৬:০২
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : একজন অমুসলিম কি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবে?
০২ মে ২০১৪ সকাল ১১:৩২
164563
থার্ড আই লিখেছেন : তার যদি যোগ্যতা থাকে কেন পারবেনা?
০২ মে ২০১৪ সকাল ১১:৪০
164577
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বিষয়টি ইসলাম অনুমোদন করে? কোরান-হাদিসের রেফারেন্স আছে??
216365
০২ মে ২০১৪ সকাল ০৬:৫৪
আহবান লিখেছেন : How come somebody from other religion could be President in BD where the majority population, 85% is muslim. This is for all over the world. Americans will never elect any Hindu or Muslim as their President.
০২ মে ২০১৪ সকাল ১১:৩৭
164573
থার্ড আই লিখেছেন : দুনিয়ার কোন সভ্য দেশে এরকম কোন আইন নাই যে সংখ্যালঘু প্রেসিডেন্ট হতে পারবেন না। আমেরিকার বারাক ওবামা তো সংখ্যা লঘু কালো সম্প্রদায়ের তবুও সে প্রেসিডেন্ট হয়েছে। তার বাবা ও ছিল মুসলিম। তার রক্তে মুসলিম রক্ত আছে। ভারতেও জাকির হোসেন, আবুল কালাম ছিল মুসলিম প্রেসিডেন্ট। মনমোহন সিং শিখ প্রধান মন্ত্রী । আসলে বর্তমান সভ্যতায় ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে সমান অধিকার দিতে হয়। সবক্ষেত্রে। জামাত কি সেটা দিতে পারবে। জামাতে তো অমুসলিমদের কোন ভুমিকাই নেই।
216389
০২ মে ২০১৪ সকাল ১০:২৭
এম এ আলীম লিখেছেন : ভাই আপনি জামায়াত নিয়ে লিখতে বসেছেন তাই অনুরুধ করছি আগে তাদের বইগুলো ভালো করে পড়ে নিন।বেশি দুরে যেতে হবেনা নেটে পাবেন।আর একটা অনুরোধ যদি সত্যিকারের ব্লগার হন তাহলে আশা করবো নিরপেক্ষ হয়ে তারপর লিখতে বসবেন।সার্বিক অবস্থা এবং বাংলাদেশের আরো কিছূ রাজনৈতিক দলের সাথে তুলনা করে লিখবেন।
০২ মে ২০১৪ সকাল ১১:৪০
164576
থার্ড আই লিখেছেন : জামাতের বই পড়ার দরকার কি। জামাতের কার্যক্রম তো প্রকাশ্য। পোস্টের ব্যাপার বক্তব্য দিন। জামাত ক্ষমতায় গেলে কি কোন অমুসলিম প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবে ? তারা কি মুসলিমদের সমান অধিকার পাবে ?
216403
০২ মে ২০১৪ সকাল ১১:৪৬
থার্ড আই লিখেছেন : @abu bakar siddik, comment through facebook, please you explain briefly in the light of the quran/hadith.
216431
০২ মে ২০১৪ দুপুর ১২:৪৩
সুশীল লিখেছেন : ধন্যবাদ
০২ মে ২০১৪ রাত ০৮:৩২
164795
থার্ড আই লিখেছেন : Happy
216504
০২ মে ২০১৪ বিকাল ০৪:০০
সুমাইয়া হাবীবা লিখেছেন : ভালো বুদ্ধি! বিনা পরিশ্রমে ব্লগস্টার! D'oh D'oh D'oh D'oh
০২ মে ২০১৪ রাত ০৮:৩৩
164796
থার্ড আই লিখেছেন : বুঝলাম না কি বলতে চাইছেন
216857
০৩ মে ২০১৪ দুপুর ০১:৩৫
ইবনে হাসেম লিখেছেন : এক বছর দুই মাস ধরে ব্লগে আছে যে জন,মাত্র ৪টি পোস্ট দিয়াছে সে জন, তাও সব জামায়াত বিরোধীতায় পূর্ণ, হঠাৎ করে কার ইশারায় জামায়াত বিরোধী সিরিজ রচনায় হাত দিয়েছে সে জন, মাইনেও নিশ্চয় দিয়ে যান কোন এক নাম না জানা মহাজন.....
218475
০৭ মে ২০১৪ দুপুর ০১:২৬
ইবনে আহমাদ লিখেছেন : বড় হোচট খেলাম ভাই। শুরুটা যা দিয়ে করেছেন তা সম্পুর্ণ ভূল তথ্য দিয়ে। আর যে প্রশ্ন রেইজ করেছেন - সেট হল ঘোড়ার আগে গাড়ি জোড়ার সমান।
বিষয়টা যেভাবে আপনি ব্যাখ্যা করছেন। তা এমন নয়।
১০
218489
০৭ মে ২০১৪ দুপুর ০১:৪৩
মাজহার১৩ লিখেছেন : জামায়াতের কথা বাদ দেন।
ইসলাম কি বলে সেটা দেখার বিষয়। আপনাদের সমস্যা হলো আপনারা জামায়াত ও ইসলামকে একাকার করে ফেলেন?
১১
219706
১০ মে ২০১৪ সকাল ১০:০৯
প্রবাসী মজুমদার লিখেছেন : না ভাই। জামায়াত অমুসলিমদের ইগনোর করেনা। বরং সম্মান দেয়। আওয়ামীলীগের মত একদিনে ধর্মনিরপেক্ষতা অন্যদিকে হিন্দুদের মন্ডবে হামলা, জায়গা দখল, এসব জামায়াত করেছে এমন দৃষ্টান্ত নেই। বরং জামায়াত পাহারা দিয়েছে এমন অনেক উদাহরন আছে।

জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম যা করেছে তাই হবে। বরং আওয়ামীলীগে দুচারজন্ সুরঞ্জিত সেন থাকার চেয়ে সব অমুসলিম নিরাপদে থাকাটা যুক্তি যুক্ত নয় কি। অমুসলিমদের বিভাগ অবশ্যই থাকতে হবে। বড় কথা হল জামায়াত কোন বিষয়ে কি বলছে তার চেয়ে বিরোধীতাতেই মানুষদের আগ্রহ বেশী।

ধন্যবাদ।
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
168960
থার্ড আই লিখেছেন : এখানে আপনার বুঝার ভুল আছে।

অমুসলিমরা নিরাপত্তা চায় না। নিরাপত্তা মুসলিম অমুসলিম সবার মৌলিক অধিকার। যে অমুসলমিরা চায় বা সংখ্যালঘুরা (মুসলিমও হতে পারে, যেমন চাকমা মুসলিম) চায় হচ্ছে সমান অধিকার।
যেমন ধরুন চাকরি, রাজনীতি , ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা, আইন আদালত সহ সব কিছুতে।

অমুসলিম বা সংখ্যা লগু বলে তারা কেন রাস্ট্রপ্রধান হতে পারবেনা ?

খ্রীস্টান মিশনারীরা কেন স্বাধিন ভাবে ধর্ম প্রচার করতে পারবেনা ? (সৌদি আরবে বা আফগানিস্তানে যেমন পারেনা )

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File