জামাত কেন ক্ষমতায় যাবেনা ?

লিখেছেন লিখেছেন থার্ড আই ১৪ মে, ২০১৪, ০৬:৪১:১১ সন্ধ্যা

আগের পর্বগুলিতে নিম্নের কারন গুলি উল্লেখ করেছিলাম যেগুলি জামাতের ক্ষমতায় যেতে বাধা হয়ে দাড়াবে।

১) অমুসলিমদের বিরোধীতা কারন সমান অধিকার পাবেনা। তাদেরকে মুসলিমদের সমান রাজনৈতিক বা ধর্মীয় অধিকার দেয়া হবেনা।

২) নারীদের বিরোধীতা কারন অধিকার হরন করা হবে। তাদের স্বাধীনতা হরন করা হবে।

৩) শরীয়া আইনের কঠোর প্রয়োগ যেমন, হাত পা কাটা, পাথর মেরে হত্যা ইত্যাদী আইনের বিরোধীতা করবে মানবাধিকার সংস্থা গুলি ও দেশের অনেক মানুষ।

৮) আন্তর্জাতিক বিরোধীতা। ভারত ও পশ্চিমা দেশ গুলি বিরোধীতা করবে এই বলে যে , জংগী লালন হতে পারে বা অমুসলিমদের অধিকার হরন করা হতে পারে। তারা অর্থনৈতিক ও সামরিক অবরোধ আরোপ করতে পারে।

উপরের কারন গুলিই প্রধান বাধা। এর পরেও আরো কিছু কারন বাধা হয়ে আসতে পারে।

যেমন ,

১) তরুন সমাজের বিরোধীতা কারন তারা মনে করতে পারে জামাত ক্ষমতায় আসলে নানান বাধা নিষেধ আরোপ করবে।

২) সামরিক বাহিনীর বিরোধীতা। যদি আন্তর্জাতিক মহল সামরিক বাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা প্রত্যাহার করে তখন সামরিক বাহিনী বিরোধীতা করতে পারে।

৩) অতীতে বিভিন্ন সময়ে জামাতের কার্যক্রম।

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221526
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
নীল জোছনা লিখেছেন : ধন্যবাদ সুন্দর বলেছেন ও লিখেছেন। জামাত দিন দিন হারিয়ে যাবে ডাইনোসরের মত।
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫৮
196567
কাহাফ লিখেছেন : ডাইনোসর কিন্তু অনেক দিন দুনিয়ায় ছিল ব্লগার নীল জোছনা,জানেন না................?
221540
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
ছিঁচকে চোর লিখেছেন : জামাত ক্ষমতায় আসলে দেশ জঙ্গিবাদে ভরে যাবে। মেয়েরা তাদের স্বাধীনতা হারাবে।
১৬ মে ২০১৪ রাত ০৮:০৪
169695
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : জামাতীরা ক্ষেমতায় গেলে ছিচকে চোরদের হাতের কব্জি কেটে ফেলা হবে।
221546
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জামাত একটি ক্যাডার ভিত্তিক সংগঠন। তারা জনমানুষের রাজনীতি করে না তাই তারা জীবনে কোনদিন ক্ষমতার স্বাদ পাবে না।
221612
১৪ মে ২০১৪ রাত ১১:৩২
এলিট লিখেছেন : ধন্যবাদ। অনেক কস্ট করেছেন। এই গবেষনা শেষ হবার পরে - "আওয়ামী লীগ কেন চীরদিন ক্ষমতায় থাকবে" এ বিষয়ে গবেষনা শুরু করুন। সবাই উপকৃত হবে।
১৫ মে ২০১৪ দুপুর ০৩:৫৯
169262
থার্ড আই লিখেছেন : গবেষনায় আপনার কোন দ্বিমত থাকলে বলুন।
252462
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:০০
কাহাফ লিখেছেন : জামাত কে খারাপ লোকেরাই ভয় পায় বেশী..........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File