জামাত কেন ক্ষমতায় যাবেনা ?
লিখেছেন লিখেছেন থার্ড আই ১৪ মে, ২০১৪, ০৬:৪১:১১ সন্ধ্যা
আগের পর্বগুলিতে নিম্নের কারন গুলি উল্লেখ করেছিলাম যেগুলি জামাতের ক্ষমতায় যেতে বাধা হয়ে দাড়াবে।
১) অমুসলিমদের বিরোধীতা কারন সমান অধিকার পাবেনা। তাদেরকে মুসলিমদের সমান রাজনৈতিক বা ধর্মীয় অধিকার দেয়া হবেনা।
২) নারীদের বিরোধীতা কারন অধিকার হরন করা হবে। তাদের স্বাধীনতা হরন করা হবে।
৩) শরীয়া আইনের কঠোর প্রয়োগ যেমন, হাত পা কাটা, পাথর মেরে হত্যা ইত্যাদী আইনের বিরোধীতা করবে মানবাধিকার সংস্থা গুলি ও দেশের অনেক মানুষ।
৮) আন্তর্জাতিক বিরোধীতা। ভারত ও পশ্চিমা দেশ গুলি বিরোধীতা করবে এই বলে যে , জংগী লালন হতে পারে বা অমুসলিমদের অধিকার হরন করা হতে পারে। তারা অর্থনৈতিক ও সামরিক অবরোধ আরোপ করতে পারে।
উপরের কারন গুলিই প্রধান বাধা। এর পরেও আরো কিছু কারন বাধা হয়ে আসতে পারে।
যেমন ,
১) তরুন সমাজের বিরোধীতা কারন তারা মনে করতে পারে জামাত ক্ষমতায় আসলে নানান বাধা নিষেধ আরোপ করবে।
২) সামরিক বাহিনীর বিরোধীতা। যদি আন্তর্জাতিক মহল সামরিক বাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা প্রত্যাহার করে তখন সামরিক বাহিনী বিরোধীতা করতে পারে।
৩) অতীতে বিভিন্ন সময়ে জামাতের কার্যক্রম।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন