হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১৩
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৪ মে, ২০১৪, ০৫:০৫:৩২ বিকাল
ব্যাখ্যা ঃ ৬
দেশে ভাষ্কর্যের নামে আবক্ষ নারী পুরুষ বা জীব জন্তুর মূর্তি তৈরি ও ফুল দিয়ে এসব মূর্তিকে সম্মান প্রদর্শনের রেওয়াজ যে হারে শুরু হয়েছে, তা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনো কাম্য হতে পারে না। ইসলাম স্পষ্টভাবে মূর্তি তৈরি ও সম্মান প্রদর্শনকে শিরিক ও হারাম ঘোষণা করেছে। তবে আমরা কখনো প্রাণহীন শিল্পকর্মের বিরোধী নই। বরং ইসলাম সৌন্দর্য ও জ্ঞান উদ্দীপক শিল্পকর্মকে উৎসাহিত করে।
অপর দিকে মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্জলন অগ্নিপূজক ও পশ্চিমা সংস্কৃতি। কথিত গণজাগরণ মঞ্চ থেকে এটাকে এদেশে ঢালাও ভাবে প্রচলনের জোর চেষ্টা চলছে। ৯০ ভাগ মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অগ্নি প্রজ্জলনের মতো পশ্চিমা ও বিজাতীয় এ সংস্কৃতির প্রচলন কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ দেশের তৌহিদি জনতা এটা মেনে নিতে পারে না। এ ধরণের কার্যক্রম বন্ধের দাবী অত্যন্ত যৌক্তিক এবং বাস্তব সম্মত।
(চলবে)
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কী ভাই, বুঝলেন কিছু? মাথা চুলকান, বুঝ আইসা যাইব।
শাপলা ট্র্যাজেডির এক বছর পুর্ণ হচ্ছে আগামী কাল। এদিনে তাদের তো উল্লেখযোগ্য কর্মসূচী নেই। যেটুকু আছে তাতেও বিভক্তি। হায়রে হেফাজত নেতারা, কোথায় আপনাদের সেই ঈমানী যজবা!
এক বছরের মধ্যে কেন আপনারা শতধা বিভক্ত? কি হবে আপনাদের দিয়ে! কিছুই হবেনা। কিছুই করতে পারবেন না হুজুরেরা.................
কিছু মনে করবেন না প্লিজ, আপনার বাবা তো একজন্ই। ধরুন, এক্স বা ওয়াই। এখন কেউ যদি বি বা সি কে আপনার বাবা বলে তাহলে আপনি কী মেনে নেবেন? আপনাকে বিদ্রোহী হয়ে ওঠার জন্য কী কাউকে বলে দিতে হবে? না কি আপনার অজান্তেই আপনার ভেতরের স্বত্ত্বা প্রতিবাদ করে উঠবে, আপনি ঐ বক্তার জিব ছিঁড়ে ফেলার জন্য উদগ্রীব হয়ে উঠবেন?
ইসলাম মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে এবং এটাকে শিরক বলে ঘোষণা করেছে। শিরককারীর কোনো মাফ নেই। এ ব্যাখ্যা আরো অনেক বড়। তাই সংক্ষেপে এটুকু জানালাম।
স্বভাবতঃই সত্য, সুন্দর, উপকারী, কল্যানকর কোনবিষয়ে স্বধীনভাবে সততার সাথে মত প্রকাশে, আলোচনা, সমালোচনায় ইসলাম উৎসাহিত করে - কিন্তু যে মত প্রকাশ অসৎ উদ্দেশ্যে তথা সমাজে অশান্তি, ঘৃণা সৃষ্টির উদ্দেশ্যে - অন্যের হক নষ্ট করে এবং মিথ্যা কিংবা প্রপাগান্ডাতুল্য তা স্বাধীন কিংবা পরাধীন কোনভাবেই প্রকাশ করায় সমর্থন দেয়না - বরং তাতে বাধাঁ দিতে অর্ডার দেয়। এমনকি বৃহত্তর মানবকল্যানের স্বার্থে - প্রয়োজনে হত্যা করতেও আদেশ দেয়।
হেফাজতের সাথে আমাদের সকলেই এর পক্ষে থাকা ুইচত।
মন্তব্য করতে লগইন করুন