'বৃষ্টিফোঁটা স্বপ্নবুলি.....
লিখেছেন লিখেছেন নতুন মস ০২ জুন, ২০১৪, ১০:০৪:২২ সকাল
বৃষ্টির রিমঝিম সুরে
উদাস নয়নে বাহিরের পাণে তাকিয়ে রই
আমি আনমনে
মন ডেকে বলে
ক্ষমার দুয়ার খুঁলে দিবে
প্রভু
ক্ষমা করে দিক
সকল প্রাণের পাপবোধকে ।
চারিদিকে হতাশা , হাহাকার ,
বেদনায় নীল ছড়িয়ে...
ঘনকালো ছায়ায়
অমাবশ্যার আধার নেমেছে চারিধার ।
দিন যায় হারিয়ে
ক্ষণে ক্ষণে
সময়গুলোও থেমে নেই
মোর পাণে
করুণ নয়নে তাকিয়ে বলে
হায়...
হারিয়ে যাচ্ছ তুমি
কোথায়
কোন অমানিশায় ঘোর
তোমার চোখে,
দেখ চেয়ে....
আকাশের কালো মেঘ
ঐ ওখানে
নিরব কাঁদে,
তুমি কি শোন
রাখ কান পেতে
বজ্রধ্বনির শব্দ
কোথা থেকে আসে ?
সময় ফুরিয়ে
নিরব কেঁদে মরে
তোমার আমল নামায়
আছে
পর্যাপ্ত পুজি দাড়াবার ।
তুমি কি ?
মাফ পেয়ে যাবে
আশা রাখ হৃদয়ে।
অজস্র ধারায় বৃষ্টি ঝরে যখন
পানির ফোঁটায়
মিথ্যা মরে
তখন,
মাটিভেদে প্রাণগুলো সব
জেগে ওঠার
স্বপ্ন বুনে আজও
দয়াময় রব মাফ করে দাও আমার ভুল গুলোকে
আমিও স্বপ্ন বুনি
রহমতের দুয়ার খুঁলে
দিবে তুমি
কোমল হৃদয়ে।
#নতুনমস
ভার্সিটিতে বসে স্বপ্ন বুনছি অজস্র দেখা যাক....
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন