টুডে ব্লগ এবং ব্লগাররা !!
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০২ জুন, ২০১৪, ০৯:৫১:২৫ সকাল
তোমরা যারা ব্লগে লিখ
মনটা ভীষণ সাদা,
ভয় করো না দৈত্য-দানব
পাহাড়সম বাধা।
আলোর পথে চলবে সবাই
থাকুক যতই ভয়,
জোর কদমে এগিয়ে যাবে
হবেই হবে জয়।
টুডে ব্লগে নতুন লেখা
দিবে তোমরা উপহার
খুশী মনে পড়ে যেন সবাই
চোখ বুলিয়ে বারবার।
আসো! এখন সবাই মিলে
করি মোরা পণ,
এই ব্লগকে হারাতে দেব না
সোনার বাংলা ব্লগের মতন।
টুডে ব্লগে নতুন ব্লগার
আসবে নতুন লেখা,
লেখা দেখে সবার মুখে
থাকবে হাসির রেখা।
ধূলোয় মাখা স্বপ্নগুলো
দূরে ফেলে ছুঁড়ে,
নতুন করে স্বপ্ন বুনে
উঠবো আকাশ ফুঁড়ে।
(টুডে ব্লগ এবং ব্লগারদের উৎসর্গ করে)
বিষয়: সাহিত্য
১৩৭৮ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিডা কইলো মনডা সবার সাদা?
টুডেতে পোস্ট দেয় আছে অনেক গাধা
এরা হলো জাতে আবাল মাথায় নেই মগজ
অবিশ্বাসীর মাথায় গোবর বুঝা যায় সহজ
কিডা কইলো মনডা সবার সাদা?
টুডেতে পোস্ট দেয় আছে অনেক গাধা
কবিতা সুন্দর হয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন