ভালবেসে ডেকে যায় নিরবে আল্লাহ রাব্বুল আলামিনকে
লিখেছেন লিখেছেন নতুন মস ৩১ মে, ২০১৪, ০৩:৫৩:০৫ রাত
রাতের গভীর স্পন্দন
সেহেরীর টানে
ঘুমন্ত মনের
হঠাত্ জাগরণ।
আনন্দে উজ্জীবিত প্রাণ
যেন সেই আবেশের মায়ায়
ছড়িয়ে পড়ে প্রশান্তির আনমনা ঢেউ
ছন্দে ছন্দে
সকল সুপ্ত হৃদয়ে ।
শহর থেকে গ্রামের
হারিকেনের ঐ টিপটিপ আলোয়
বসা কেউ...
একমুটো সাদা দানা
পেয়ালায় জল ঢেলে
শেষ ঢোক ভেজা কন্ঠে
তোলা সেই তৃপ্তির ঠেকুর।
দক্ষিণের জানালায় সুবহে সাদিয়ের আলোর উঁকি ঝুকি
নিয়তের সুরে সুরে
ছোটদের কন্ঠে বাজে
আনন্দের মন মাতানো সুর।
আপন দেহমনে
সিজদাহ নত হওয়া অন্তর
সবরের দুয়ার খোলা প্রান্তর।
সৃষ্টিকর্তার কোমলহৃদয়ের স্বরণে,
শত শত বান্দারা চেয়ে নেয় নিরবে
ঐ ত দুয়ার খোলা
আলো আসছে
রহমত, বরকত,
আর মাগফিরাতের আশায়
ছুটন্ত অন্তরগুলোর
প্রাণপণ চাওয়া
অশ্রুভেজা কন্ঠে।
মাগফিরাতের তীব্র আশায়
হৃদয় খুলে
অজস্র প্রাণ
ভালবেসে ডেকে যায় নিরবে
আল্লাহ রাব্বুল আলামিনকে।
#নতুনমস
সূর্যবাড়ি
রাতঃ৩:৪৩
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন