ভালবেসে ডেকে যায় নিরবে আল্লাহ রাব্বুল আলামিনকে

লিখেছেন লিখেছেন নতুন মস ৩১ মে, ২০১৪, ০৩:৫৩:০৫ রাত

রাতের গভীর স্পন্দন

সেহেরীর টানে

ঘুমন্ত মনের

হঠাত্‍ জাগরণ।

আনন্দে উজ্জীবিত প্রাণ

যেন সেই আবেশের মায়ায়

ছড়িয়ে পড়ে প্রশান্তির আনমনা ঢেউ

ছন্দে ছন্দে

সকল সুপ্ত হৃদয়ে ।

শহর থেকে গ্রামের

হারিকেনের ঐ টিপটিপ আলোয়

বসা কেউ...

একমুটো সাদা দানা

পেয়ালায় জল ঢেলে

শেষ ঢোক ভেজা কন্ঠে

তোলা সেই তৃপ্তির ঠেকুর।

দক্ষিণের জানালায় সুবহে সাদিয়ের আলোর উঁকি ঝুকি

নিয়তের সুরে সুরে

ছোটদের কন্ঠে বাজে

আনন্দের মন মাতানো সুর।

আপন দেহমনে

সিজদাহ নত হওয়া অন্তর

সবরের দুয়ার খোলা প্রান্তর।

সৃষ্টিকর্তার কোমলহৃদয়ের স্বরণে,

শত শত বান্দারা চেয়ে নেয় নিরবে

ঐ ত দুয়ার খোলা

আলো আসছে

রহমত, বরকত,

আর মাগফিরাতের আশায়

ছুটন্ত অন্তরগুলোর

প্রাণপণ চাওয়া

অশ্রুভেজা কন্ঠে।

মাগফিরাতের তীব্র আশায়

হৃদয় খুলে

অজস্র প্রাণ

ভালবেসে ডেকে যায় নিরবে

আল্লাহ রাব্বুল আলামিনকে।

#নতুনমস

সূর্যবাড়ি

রাতঃ৩:৪৩

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228542
৩১ মে ২০১৪ রাত ০৩:৫৫
সন্ধাতারা লিখেছেন : Masha Allah! Fantastic, many thanks
০৬ জুন ২০১৪ রাত ০৯:৫২
178309
নতুন মস লিখেছেন : জাযাকাল্লাহ খাইর ।
231518
০৬ জুন ২০১৪ রাত ১০:২০
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : মাশাআল্লাহ। অনেক সুন্দর।
০৬ জুন ২০১৪ রাত ১০:২৭
178331
নতুন মস লিখেছেন : আপুনি একগুচ্ছ রক্তচূড়ার শুভেচ্ছা আপনাকে ।আমার ভালবাসার ঝুড়ি থেকে ভালবাসা রাজকুমারী বাবুটার জন্য ।আপু ওর নাম কি ?
231555
০৬ জুন ২০১৪ রাত ১১:১১
নিশা৩ লিখেছেন : অনেক ভালো লাগল। রোজার দিন গুলো মহান রব যেন সহজ শান্তিপূর্ণ করে দেন।
০৬ জুন ২০১৪ রাত ১১:২২
178354
নতুন মস লিখেছেন : আমিন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File