অন্য রকম অনুভূতি!!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩১ মে, ২০১৪, ০৩:১৩:২৭ রাত
টু-ডে ব্লগে চোখ রাখতে গিয়ে হঠাৎ করে গত সপ্তাহের সর্বোচ্চ মন্তব্যকারী হিসাবে আমার নামটি সবার উপরে দেখে একটু চমকে উঠলাম বৈকি। এ অভিজ্ঞতা কম বেশী অনেক ব্লগার ভাই ও বোনের আছে এ কথা সত্যি। আর এটা কোন বিশেষ অর্জনও নয়। কিন্তু আমার মত একজন ভিন্ন মুখী মানুষের এ কাজটি অবশ্যই একটু দুরূহ বটে। সাথে সাথেই ভাবলাম টু ডে পরিবারকে আসলেই অ-নে-ক অ-নে-ক ভালো বেসে ফেলেছি। তা না হলে জীবনের অতি প্রয়োজনীয় কর্মের সাথে কম্প্রোমাইজ করে এ ছোট্ট অর্জনটুকু সম্ভব নয়। অনেকের কাছে ছেলেমানুষি মনে হতে পারে কিন্তু আমার কাছে এর মূল্য ও গুরুত্ব অপরিসীম। নিজের ক্ষুদ্র এ “অন্য রকম আনন্দানুভূতিটুকু” তাই শেয়ার না করতে মন সায় দিল না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নিত্য-নতুন ভাবনার ডানা বিছিয়ে দিয়ে বেশী বেশী করে পরিশীলিত, মার্জিত এবং চিত্তাকর্ষক লিখা দিয়ে পাঠককূলকে মুগ্ধ করে রাখুন সে প্রত্যাশাসহ সর্বাঙ্গীণ শুভ কামনা রইলো।
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Apu how I can able to write good english like you?
I wan't to write english better I didn't it.....
আমি আমার মন্তব্য করেই যাবো, যতটুকু সম্ভব, যত্তদিন ভালো লাগে, যতদিন মন/শরীর সুস্থ থাকে।
I'll welcome ur punishment wholeheartedly InshaAllah as I'v full confidence that ur punishment will help me to improve my future, my communication with bloggers as well as in real life activities.
I will think myself proud & one of the most lucky people if u always warn & guide me about my activities on blog. Even personal advice will be welcome cordially.
If possible, pray for me especially.
May Almighty, Merciful Allah (SWT) help u & protect u from all the evil things of the world.
মন্তব্য করতে লগইন করুন