জীবন নৌকা ভেসে ডুবে ডুবে

লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ মে, ২০১৪, ০১:০৮:১৭ দুপুর

রক্তচূড়া ঠাই দাড়িয়ে

ঐ ত ঝরে

লাল পাপড়ি কণা

জমিনের তরে

অনেক রক্তের ফেনা

ঠিক ওখানে...

যেখানে সবুজ ঘাসের মেলা

ডগার উপর চুপটি বসা,

প্রজাপতি আর ঘাসফড়িং

গল্প শুনাবে ওরা

বাতাস করেছে সন্ধি

হৃদয়ের মাঝে হৃদয় জাগিয়ে

থমকে দাড়ানোর ফন্দি।

রক্তরঞ্জিত পথে

ঐ ত কাফেলারা

অনেকটা পথ হেটেও

যেন

শূন্যের তরে ভাসে ।

মিষ্টি বাতাস

ভেসে ভেসে এসে

এক গল্প বলে শেষে

জীবন নৌকা ভেসে

ডুবে ডুবে

যাবেই যাবে

এই নদীর ঢেউয়ের স্রোতে।

বন্ধুর পথ চলার

ঐ সীমানায় দাড়িয়ে

নিরব হাসি হাসছে যেন

মৃত্যু আমার পাণে চেয়ে।

#নতুনমস

সূর্যবাড়ি

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218463
০৭ মে ২০১৪ দুপুর ০১:১৪
পুস্পিতা লিখেছেন : দুইবার পড়লাম বুঝার জন্য!
218466
০৭ মে ২০১৪ দুপুর ০১:১৬
লোকমান লিখেছেন : ভালো লাগলো
218491
০৭ মে ২০১৪ দুপুর ০১:৪৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো
218591
০৭ মে ২০১৪ বিকাল ০৪:২১
ছিঁচকে চোর লিখেছেন : ভালো লাগলো পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File