জীবন নৌকা ভেসে ডুবে ডুবে
লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ মে, ২০১৪, ০১:০৮:১৭ দুপুর
রক্তচূড়া ঠাই দাড়িয়ে
ঐ ত ঝরে
লাল পাপড়ি কণা
জমিনের তরে
অনেক রক্তের ফেনা
ঠিক ওখানে...
যেখানে সবুজ ঘাসের মেলা
ডগার উপর চুপটি বসা,
প্রজাপতি আর ঘাসফড়িং
গল্প শুনাবে ওরা
বাতাস করেছে সন্ধি
হৃদয়ের মাঝে হৃদয় জাগিয়ে
থমকে দাড়ানোর ফন্দি।
রক্তরঞ্জিত পথে
ঐ ত কাফেলারা
অনেকটা পথ হেটেও
যেন
শূন্যের তরে ভাসে ।
মিষ্টি বাতাস
ভেসে ভেসে এসে
এক গল্প বলে শেষে
জীবন নৌকা ভেসে
ডুবে ডুবে
যাবেই যাবে
এই নদীর ঢেউয়ের স্রোতে।
বন্ধুর পথ চলার
ঐ সীমানায় দাড়িয়ে
নিরব হাসি হাসছে যেন
মৃত্যু আমার পাণে চেয়ে।
#নতুনমস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন