কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে...
লিখেছেন লিখেছেন পুস্পিতা ০৭ মে, ২০১৪, ০১:১৫:২৫ দুপুর
আজকেও শেখ হাসিনার পুলিশ-র্যাব (নাকি ভারতের বিএসএফ ও র?!) সাতক্ষীরায় এক জামায়াত নেতা ও মাদ্রাসা সুপারকে বাড়ি থেকে ধরে নিয়ে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করেছে। তার একমাত্র অপরাধ তিনি জামায়াত নেতা! শুধু সাতক্ষীরাতেই নাকি এ পর্যন্ত হত্যা করা হয়েছে ৪০জনের মতো জামায়াত-শিবির নেতা কর্মীকে। এই ধরনের ভয়ংকর ম্যাসাকার আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে সারাদেশ ব্যাপী। নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনা নিয়ে এখনও মিডিয়ায় কিছুটা তোলপাড় চলছে কারণ সেখানে যারা খুন হয়েছে তারা আওয়ামী লীগের। ওই ৭ জন যদি বিএনপি বা জামায়াতের হতো তাহলে খুনি র্যাব-১১ কমান্ডার আওয়ামী মন্ত্রীর জামাতা লেঃ কর্ণেল তারেক সাঈদকে অবসরে পাঠানো তো অনেক দূরে বরং তাকে রাষ্ট্রপতি পদক-দটক টাইপের কিছু দিয়ে শেখ হাসিনা পুরস্কৃত করতেন। আওয়ামী মিডিয়াও প্রমাণ করে ছাড়তো নিহতরাই দোষী এবং র্যাব জীবন বাঁচাতে তাদের হত্যা করে শীতলক্ষ্মা নদীতে ডুবিয়ে দিতে বাধ্য হয়েছিল!
চারিদিকে লাশ, গুম, হত্যা, ধর্ষনের মহোৎসব চলছে বাংলাদেশে। আর তা দেখে খুশিতে যেন নেচে উঠছে শেখ হাসিনার নৃশংস মন! আরো লাশ, আরো রক্ত সাথে শেখ হাসিনার ক্ষমতা হবে শক্ত! উফ কি মধুর এই ক্ষমতা! দেশ কোথায় যাবে তা, দেশের মানুষ কিভাবে থাকবে তার কোন পরোয়া নেই, শুধু চাই এসএসএফ নিরাপত্তা, গণভবন, জনগণের টাকায় ভোগবিলাস ও ভারত তোষন!
এই ধরনের এক ভয়ংকর ফ্যাসিবাদের কবলে পড়েছে দেশ। এখানে শুধুমাত্র বাঁচার ও পাওয়ার অধিকার আছে শেখ মুজিবের বংশধরদের, আওয়ামী খুনি-ধর্ষকদের, শামীম ওসমান নামের লম্পটদের! বাকী জনগণকে যখনই চাইবে তখনই হাসিনা, শামীম ওসমান ও র্যাব-পুলিশ নামের নব্য রক্ষীবাহিনী খুন, হত্যা করতে পারবে! কেউ কোন কথা বলবে না, প্রশ্ন তুলতে পারবে না! বিচারপতি নামের আওয়ামীপতিরাও সেখানে থাকবে নিশ্চুব বা সময়ে সময়ে সাপোর্ট দিবে খুনিদের! এই ধরনের ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য শেখ হাসিনা নামের ডাইনীকে অন্ততঃ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় দরকার ভারতের!
ঠিক যেন শেখ মুজিবের স্বপ্ন বা দুঃশাসন ফিরে এসেছে আরো ভয়ংকর ভাবে। খুনি, ধর্ষকের নিরাপত্তা দিতে তৈরি সরকার, হাসিনা, রাষ্ট্রপতি, বিচারপতি, সেনাবাহিনী সবাই সবাই! এদেশ শুধুই ধর্ষকদের! দেশরত্ন সবসময় রাজী ধর্ষক, খুনিদের উপর! খুন হবে, রক্তের হোলি খেলা চলবে, আর ছেলে, মেয়ে, বোন, বেয়াই সহ শয়তানদের অট্টহাসি চলবে গণভবন, বঙ্গভবন, সংসদভবন সব জায়গায়! মানুষের লাশ খাওয়ার জন্য আছে নদীর পানি, মাটি, মাছ! কীট-পতঙ্গ নিয়ে চিন্তা করার সময় কি দেশরত্নের আছে? তার প্রয়োজনই বা কি?! এদেশ কি স্বাধীন হয়েছে মানুষের জন্য?! না কোন মানুষ এখানে থাকতে পারবে না, থাকবে শুধু অসভ্য, বর্বর, ধর্ষক আওয়ামীরা এবং দেশ ব্যবহৃত হবে ভারতের কোরিডোর হিসেবে আর উচ্চারিত একটি শ্লোগান হবে জয় বাংলা-জয় হিন্দ!
বিষয়: বিবিধ
২৪৭৫ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারীর সম্ভ্রম কেড়ে নেয়া ইসলাম ধর্মে বৈধ..... লিখেছেন " খেলাঘর বাধঁতে এসেছি " ২৯ এপ্রিল, ২০১৪,
লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ১২ মে, ২০১৪, ০৫:৫৫ বিকাল
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/5409/dhaka2012/45001#.U3C8H3bZ4gs
আপনার আমার কাছ থেকে নয়, অন্য কারও কাছ থেকে।
অথবা বাংলাদেশে এক বারের জন্য বঙ্গবন্ধু শান্তি পুরুস্কার পাইয়া গেলে।
খানা খেতে হবে এক সাথে
নড়াচড়া করলে মামলা
মুখ খুললেই হামলা।
জয় বাংলা
জয় পুষ্পিতা
জয় গরম লেখা!
আর কিছু কমু না....
এ থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসা দরকার।
না হলে তারা ঠিকই পদক পেতেন।
গান গাইতে গাইতে চলে যাই....
দেখবো না শুনবো না বলবো না আর...
মানুষ সবই দেখছে এবং বুঝে নিচ্ছে!তবে এভাবে আর কতদিন চলবে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন