সংসার (ছোট গল্প)
লিখেছেন লিখেছেন নতুন মস ০৬ এপ্রিল, ২০১৪, ০১:৪০:৫০ দুপুর
কোথায় যাচ্ছ তুমি এই সকাল সকাল?
মাসুদ প্রশ্ন করল তুবাকে ছুটির দিনেও কেন তুবা বের হবে
এটা বোঝা যাচ্ছে না।
তুবা বোরখা পড়ে স্কার্ফ পড়তে পড়তে চিন্তা করছে কি বলবে?আজ একটা প্রোগ্রাম আছে।
দীর্ঘ দিন বিরতি।এখন একটা শূণ্যতা আঁকড়ে ধরে।যেখানে তুবার স্বপ্ন জুড়ে এক ঝাঁক আপুরা।সকলের চেহারায় যেন উজ্জল নক্ষত্রের আলোক মায়া ।কথা আর আচারণ অমায়িকতায় ।অতি জরুরী না হলে ত আজও আপু ফোন করতেন না।
বিয়ে মানে কি চার দেওয়ালে বাধা জীবন?
এখন মাসুদের অনুমতির জন্যই ধীরে ধীরে কথাটাকে সাজিয়ে নিচ্ছে ও।তুবা কথা বলছে মাসুদের সাথে..
ধীর গতিতে আজ আমাদের একটা প্রোগ্রাম আছে ।সম্ভবত কোন বিশেষ দরকার আমাকে ।তাই আপু ফোন দিয়েছেন ৮টার মধ্যেই যেতে পারলে ভাল হয়।
তাকিয়ে দেখল তুবা মাসুদের চোখ লাল হয়ে গেছে
রেগে গেছে সম্ভবত
যদিও কোন কথা বলছে না মাসুদ
তুবা ভাবতে থাকে যেনে শুনেই ত বিয়ে করেছে এত রাগ হবার কি আছে?না এখন তুবাকে বোরখা খুলতে বলেনি।ঠিক কত সময় যাচ্ছে তুবা যানে না।
হুট করে আচমকা মাসুদ জলন্ত চোখে তাকিয়ে থাকেত থাকতে তুবার ডান হাতটি শক্ত করে ধরল।
তুবাও প্রচন্ড ভয় পেয়ে হঠাত্ কন্ঠ থেকে চিত্কার বের হল।
'আমি প্রোগ্রামে যাব না ।
আমি প্রোগ্রামে যাব না ।
প্লিজ
আমি প্রোগ্রামে যাব না ।'
মাসুদ লাফ দিয়ে ঘুম থেকে উঠে তুবাকে ঝাঁকি দেয় ।এই তুবা,তুবা
কি হইছে
উঠ ত।
ঘুমের মধ্যে কোথায় যাচ্ছ।
তুবা উঠে বসে অঝোরে কাঁদতে থাকে।
টপ টপ করে নদীর জল উপচে পরে ঢেউ বইছে চোখের দু কোণ বেয়ে।
কালকে বীথি আপুর কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি তুবা।ওর লাল চোখ তুলে তাকাতেই দেখলঃ
মাসুদ এক গ্লাস পানি নিয়ে দাড়িয়ে আছে
সম্ভবত ঠান্ডা পানি গ্লাসের গায়ে কুয়াশা জমছে।মনের ঝড় থামছে ধীরে ধীরে কুয়াশা হয়ে।
মাসুদের এই নিঃশব্দের গুনটি অজান্তেই গভীর ভালবাসে তুবা।
তুবাকে কোন রূপ প্রশ্নই করবে না কি হয়েছে।
সময় দিয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করবে
জেরা করার স্বভাবটি ভাল লাগে না ।
তুবাও তেমনটি করার চেষ্টা করে।
এই বন্ধনে যেন কখনই দ্বন্দ নামক দানব হানা না দেয়।মনে প্রাণে আল্লাহ কাছে এই প্রার্থনাই প্রায় করে তুবা ।
#নতুন_মস
#সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময় দিয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করবে - এই গুনটি আমাদের সব ভাইদের অর্জন করার চেষ্টা করা উচিত সুখী দাম্পত্যজীবনের জন্য। দাম্পত্য মানে একে অপরের সকল কিছুতে ইন্টারফিয়ার করা নয় বরং সর্বাবস্থায় একে অপরের পাশে থাকা।
মন্তব্য করতে লগইন করুন