উড়ালপঙ্খী মন
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৬ এপ্রিল, ২০১৪, ০১:২৯:৫৩ দুপুর
আজ অনেকদিন পর আবার হাটা শুরু করলাম...যেন শত বছর পেরিয়ে সময় চক্রের আবর্তে সুখের স্বপ্নগুলিকে বন্দক রেখে খুজে চলেছি অচীন পাখির ডাক...কাজের চাপের ক্লান্তি আর নির্জনতার অবশেষে এক কাপ কফি মন্দ লাগে না...নিজেকে আজ পর্যন্ত অনেক চেষ্টা করেও জানতে পারলাম না...তবে অনেকেই বলে আমি নাকি আমিত্তে ভোগি...আমার নাকি অহংকার বেশি...তাদের বলব, এই অহং জিনিসটা আমার মধ্যে নেই...'অহং ' কার? সত্যিই তো অহং কার? কারো না...আমারও না...অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে...কিন্তু আজ আমার কলম কাঁদছে আমার নিরব কষ্টের সাক্ষী হয়ে... মনের এই পরাজিত ভাবনা গুলোই কাগজের পাতা হয়ে জ্বলছে তার আপন তালে...আর একটু পরেই ছাই হয়ে যাবে আমার নষ্ট স্বপ্নগুলির মত...আসলে কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো কখনোই পূর্ণ হয়না...কিন্তু কে বুঝাবে এই মনকে? মন যে আমার উড়ালপঙ্খী...!
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ কথার গাঁথুনি আপনার
মন্তব্য করতে লগইন করুন