জোনাকির আলো
লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ মার্চ, ২০১৪, ০৯:১০:১২ রাত
এখন সন্ধ্যা...
আলো ছায়ার
শেষ খেলায়
টলে পড়ে লাল তপনটি
ঢলে পড়েছে ধরণী
ঘুরতে ঘুরতে
ধীর গতির তালে তালে
মনের প্রফুল্লতায়
ঘনিয়ে এল আধার বেলা
এখানে সোডিয়াম লাইটের
মেলায় জড়ানো
অজস্র কৃত্রিম আলোয়
হুট করে ডুব
দেয়
এ অবণী
মিথ্যার সাগরে
তবুও চাঁদ ওঠে
তারারা কথা বলে
আর জোনাকিরা
হুমম
ওরা পাখা মেলিয়ে
উড়ে উড়ে
ভেসে ভেসে
চলে আসে
এইত একটু প্রশান্তির আলোতে
ভরিয়ে দিক মন।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আসলে বস...
নতুন মস.... আসলে বস...
মন্তব্য করতে লগইন করুন