জোনাকির আলো

লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ মার্চ, ২০১৪, ০৯:১০:১২ রাত

এখন সন্ধ্যা...

আলো ছায়ার

শেষ খেলায়

টলে পড়ে লাল তপনটি

ঢলে পড়েছে ধরণী

ঘুরতে ঘুরতে

ধীর গতির তালে তালে

মনের প্রফুল্লতায়

ঘনিয়ে এল আধার বেলা

এখানে সোডিয়াম লাইটের

মেলায় জড়ানো

অজস্র কৃত্রিম আলোয়

হুট করে ডুব

দেয়

এ অবণী

মিথ্যার সাগরে

তবুও চাঁদ ওঠে

তারারা কথা বলে

আর জোনাকিরা

হুমম

ওরা পাখা মেলিয়ে

উড়ে উড়ে

ভেসে ভেসে

চলে আসে

এইত একটু প্রশান্তির আলোতে

ভরিয়ে দিক মন।

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199974
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:১৭
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : জোনাকির আলো, লাগলো খুবই ভালো। Love Struck
199977
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
শিশির ভেজা ভোর লিখেছেন : নতুন মস....
আসলে বস...
199996
২৯ মার্চ ২০১৪ রাত ১০:০৭
নীল জোছনা লিখেছেন : জোনাকির আলো.. লাগলো খুবই ভাল..
নতুন মস.... আসলে বস...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File