সুখী হওয়ার ফর্মুলা !!

লিখেছেন লিখেছেন ইমরোজ ২৯ মার্চ, ২০১৪, ০৯:০৭:০৫ রাত

সমুদ্র সৈকতে বসে সে দেখছে, দুটো বাচ্চা ছেলে মেয়ে মনের খুশীতে বালুঘর বানাচ্ছে । অনেক বুদ্ধি আর পরিশ্রমে তারা একটি সুন্দর প্রাসাদ বানাল । হঠাত এক আচমকা ঢেউ এসে তাদের বালুঘরটি ভাসিয়ে নিয়ে চলে গেল । এতক্ষণকার পরিশ্রম মুহূর্তের মধ্যে জলে যেতে দেখে সে ভাবল , বাচ্চা গুলো হয়তো দুঃখে কেঁদে ফেলবে । কিন্তু তাকে ভীষণ অবাক করে দিয়ে 'তারা কিছুই হয়নি' এমন এ্কটা ভাব করে দুজন দুজনের হাত ধরে সৈকতের অন্যদিকে হাসতে হাসতে চলে গেল আরেকটি বালুঘর বানাতে ।

এই ঘটনায় প্রচণ্ড বিমোহিত হয়ে নিজের অজান্তে দর্শন সাগরে সে ক্ষণিকের জন্য ডুব দিল । তার মনে হল, সারাজীবনের অর্জিত যে অর্থ সম্পদ এবং 'সেময় যে বস্তুবাদী জগত' তা সমুদ্র সৈকতে ক্ষণিকের জন্য গড়া বালুপ্রাসাদ ছাড়া আর কিছুই নয় । সবকিছুই মুহূর্তের দুর্ঘটনায় অথবা সময়ের পরিক্রমায় একসময় না একসময় ভেসে যাবে । যে জিনিসটি টিকে থাকবে তা হল হাতে হাত ধরার সম্পর্কগুলো ; মানে অন্য মানুষের সাথে তার গড়া সম্পর্ক গুলো । না সেই সম্পর্কগুলোর কথা নয়, যা দেয়া আর নেয়া ভারসাম্যের সংজ্ঞায় নিরপিত । বরং 'আয় খুকু আয়' আর 'কফি হাউসের সেই আড্ডা' গানগুলোয় নিরপিত সেই সনাতনী চিরন্তনী সম্পর্কগুলো ।

পৃথিবীতে সুখী হওয়ার অনেক অনেক ফর্মুলার কথা বলা হয়েছে ; কিন্তু কোনটা কার কত কাজে এসেছে তা নিয়ে ঢের বিতর্ক আছে ।

তবে গভির উপলব্ধিতে আজ তার মনে হচ্ছে সুখ নামক মরীচিকাকে যদি আসলেই ধরতে হয়; তবে সুস্বাস্থ্যের সাথে সাথে তিনটি সম্পর্কের উপর অবশ্যই কাজ করা উচিত ।

১) বিধাতা ( শর্তহীন বিশ্বাস )

২)পরিবার

৩) বন্ধু এবং আত্মীয়স্বজন

Without faith, family and friends

you are a Nowhere Man,

Sitting in Nowhere Land,

Making all nowhere plans for nobody.

মানে এই তিনটি জিনিস ছাড়া জীবন হল এক শুন্য গোলাকারে অর্থহীন ভাবে ভাসমান অন্তঃসারশূন্য দিনলিপি !!!

(Inspired by an internet Article)

বিষয়: বিবিধ

১৭১৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199984
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আপনাকে অনেক ধন্যবাদ। আরো বেশী বেশী লিখুন
199998
২৯ মার্চ ২০১৪ রাত ১০:০৮
নীল জোছনা লিখেছেন : একদম সাচ্চা পরামর্শ দিলেন ভাই অনেক ধন্যবাদ
200267
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:১৬
ভিশু লিখেছেন : Rose Rose Rose
Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File