এ পথ থমকে দাড়ায়....

লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ মার্চ, ২০১৪, ১০:৪৮:৫৭ রাত

এখানে রাতের ছায়ায় আঁকা শহর

খুব নিরব

কাব্যের কথা লিখি...

রোদের দেয়ালে ঠাই দাড়িয়ে আছে

হয়ত অন্য প্রদেশে

আলো মিছিলে...

হাজারে হাজার

দুর মহাবিশ্বে দাড়িয়ে

অদৃশ্য চোখ দিয়ে দেখ তাকিয়ে

ক্ষুদ্র মানুষ নামক পিপিলিকারা দুপায়ে হাটে

পৃথিবীর শেষ দাবী পূরণে

সব দিতে ব্যস্ত

দেহ-মন,

তাসের ঘর

চক্রাকারে খেলছে খেলা....

ফাল্গুনের মৃদু হাওয়ায় ধূলিকনার সাথে

ছড়িয়ে যাচ্ছে জীবন নামক

প্রিয় সব স্বপ্নবিলাসিকতা

দুনিয়াবী মোহ

কাটে না কাটে

এখনও চোখ খোলা হয়নি হৃদয়ে হৃদয়ে

বেদনার করুণ পিওনোর সুর বাজে

অশ্রু জল কথা বলে...

হরেক রকমের ঘুড়ি ত উড়ছে আকাশে

সবাই ত ভাবে বাধাহীনভাবে...

ছুটন্ত ছুটি

তবুও ভাবি পৃথিবীর কি শান্ত পবিত্রে মোড়ানো

এ জগত...

তাই যেন সত্যি

কালো ধোয়া

আজ নেই আকাশে।

শেষ সীমানায় দাড়িয়ে পিছনে সব কিছু হারিয়ে

অসহায় পথিকেরা

হায়!

রেলের রেখাতে

ক্ষমা আর দয়ায় অপেক্ষায়।

অজস্র ক্লান্তিকর মুহুর্ত্বকে ছুটি দিয়ে

অজান্তে চিরতরে বিদায়

জানানোর

সময় এসেছে ঘনিয়ে....

আলোক গতির মত

ছুটতে মন চায়

তবুও এ পথ

থমকে দাড়ায়

মাঝ রাস্তায়...।

#নতুন_মস

সূর্যবাড়ি

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194961
১৯ মার্চ ২০১৪ রাত ১১:০১
শিশির ভেজা ভোর লিখেছেন : আলোক গতির মত
ছুটতে মন চায়
তবুও এ পথ
থমকে দাড়ায়
মাঝ রাস্তায়...।

পড়ে ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৭
146587
নতুন মস লিখেছেন : অনেক ধন্যবাদ শিশির ভেজা ভোর।
194963
১৯ মার্চ ২০১৪ রাত ১১:০২
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : সব সময়ের মতই ভালো লাগলো এলোমেলো শব্দের মালা। Love Struck
194967
১৯ মার্চ ২০১৪ রাত ১১:০৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন! ভালো লাগলো!
194969
১৯ মার্চ ২০১৪ রাত ১১:১১
নীল জোছনা লিখেছেন : ভালো লাগলো। সেইরকম ভালো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File