বন্ধুরা----------, কি-যে-করি, ভাল লাগে না, এ বয়সে প্রেমে পরেছি ।
লিখেছেন লিখেছেন টবমন ১৯ মার্চ, ২০১৪, ১০:৩৭:১৯ রাত
বন্ধুরা, অনেক দিন পর আজি আবার কিছু লিখব বলে বসলাম, কিন্তু কি লিখব ভেবে পাচ্ছিলাম না, অবশ্য এর আগেও দু-তিন দিন ব্লগ অন করেও, অব করতে হয়েছে, করণ, মস্তিষ্কে যে, লাইনে ভাবনার জগতে জ্ঞ্যানের গাড়িটি চলাচল করে, ষ্টেশন মাষ্টার মনে হয়,গাড়ির লাইনের সিগন্যালটি, প্রেম জগতের লাইনে দিয়ে রেখেছে, যার দরুন, আমার এখন চিন্তা, ভাবনায় শুধু ও, ও-মানে, সেই মেয়েটি,যার ডিগল কালো চুল, হরিনির মত চোখ, মুখ খানা তার, বৈশাখী কালো মেঘের ঘন ঘটা, কুচ-বরন দেখতে তার বাঁকা দুটি ঠুট, তার দাঁত ফোটানো হাঁসি দিলে মনে হয়, আধাঁরে জোঁনাকির আলো, ওর হাতের ছূঁয়া, আমাকে ভাল লাগার জগতে, ভালবাসার পরশ জোগায়, এ-যে এক, পিপাষার্ত হয়ে, তৃষ্ণা মিঠানুর মত সুখ, অথবা, বৃন্দা বনে ঢোল, তবল, বাঁজিয়ে গলাছেরে গীতরত ভাসনা, এসব আনন্দঘন মূর্ছণায় ভাল লাগার কৃতস্বরে, হৃদয়ের আকুলতার কাছে হেরে গেছি আমি, ওকে ছারা যে, কিছুই ভাল লাগেনা আমার, ওর আবেগী ভাল বাসার আহবানে নতি স্বীকারে বাধ্য হয়েছে, আমার ভাব ষ্টেশনের লাইন মাষ্টার, লাইনের সিগন্যালটি, প্রেম জগতের দিকে ঘুরিয়ে দিয়েছে, আর আমার ভাবনার গাড়ীটি বিরতিহীন ভাবে প্রেমের জগতের এক, অজানা গন্তব্যের দিগে অন্তত্য ১৮০ কিঃ মিঃ দমকা বেগে এগিয়ে যাৎচ্ছে তু যাৎচ্ছে । ভেবে পাইনা, গাড়ী চলকের কি, দূর্ঘটনার ভয় হয়না । এখন আমি কিযে করি, কিছুই বুজতেছিনা, ও অভিজ্ঞ বন্ধুরা, মোরে সুধাও, গাড়ীটি কি থামিয়ে দিতে বলব, না চালিয়ে যেতে বলব? ? মন্তব্য আশা করি া
বিষয়: বিবিধ
২০৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন