মাহমুদুর রহমানের মুক্তি চাই !
লিখেছেন লিখেছেন টবমন ১১ এপ্রিল, ২০১৩, ০২:১৬:১৫ দুপুর
যে মানুটির কর্মে কোন অস্ব্যচ্চতা নেই,যে মানুষটির কথায় উক্তি ছারা কুটুক্তি নাই, দূর্নীতির কালো ছায়া যার জীবনে স্পর্শ করেনি, যিনি আর্দশ্যবান, নীতি নৈতিকতায় শ্রিষ্টাচার যার অলংকার, স্বর্ণ পদক প্রাপ্ত একজন প্রকৌশলি যিনি, দেশ প্রেম, জাতীয় চেতনায় বৃশ্রীত যার হৃদয়, বস্তূনিষ্ট ও তথ্যনির্বর সত্য উৎঘাঠন করে, সংবাদ প্রচারের মাধ্যমে, দেশও জাতির কল্যান স্বাধিত করা যার স্বপ্ন, যার পত্রিকায় ধর্ম বর্ন,জাতি গোষ্টির এবং সকল সম্প্রদায়ের চিত্র ফুটে উঠে, লক্ষকোটি বাঙ্গালী জনগন যে, পত্রিকার পাঠক, যার সম্পাদনায় আমার দেশ পত্রিকা আজ এত জনপ্রিয় হয়ে উঠেছে, সেই মানুষটিকে সরকার শুধু মাত্র হীন মনষ্কামনা পূরণের জন্য, তার ও তার পরিবারের উপর রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নানাবিদ মিথ্যা মামলা দিয়ে, জেল জুলুম অত্যচার নির্যাতন করে মেরে ফেলার জন্য পায়তারা করচ্ছে,
পাশাপাশি পত্রিকাটি বন্ধ করার অপচেষ্টা সহ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের দিয়ে, হুমকি দমকি বিভিন্ন ভাবে গ্রাহকের কাছে যাতে পত্রিকাটি পৌছাতে না পারে, অনবরত সে চেষ্টা সরকার করে যাচ্ছেতো যাচ্ছেই। এতসব কিছু করার পরও যখন মাহাবুবুর রহমান কে, তার বলিষ্ঠ্য লেখনির কলমকে নির্ভীত্ব করা গেলনা, বাগশাল কায়েমের বিদ্রোহী প্রধান সীপাহ সালার তিনি, এই কারনে আওয়ামী সরকারের অন্তজ্বালায় অস্থির হয়ে, আবারও তাকে আজ গ্রেফতার করেছে । সরকার এবার মহা খুশি, কিন্তূ হয়ত সরকার এটা ভূলে গেছেন যে, তাদের অপকর্ম আজ দেশের সমস্ত জনগন বুঝে ফেলেছে। তাই সরকার কে বলছি আর না, এবার থামন, নইলে নর্দমার যন্ত্রনা আপনাদের জন্য অপেক্ষা করচ্ছে ।
বিষয়: বিবিধ
১৬৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন