কবিতা,, এই আমার দেশ !
লিখেছেন লিখেছেন টবমন ২২ আগস্ট, ২০১৩, ০১:২৩:৫৫ রাত
সুজলা সুফলা,শষ্য শ্যামলা, ছয়টি ঋতুর দেশ,
অপরূপ রূপে, সাজানু দেখ, রূপের নাই যে শেষ,
জাতি গোষ্ঠি, ধর্ম বর্ণে, সাংষ্কৃতিও যার যার,
আমরা বাঙ্গালী, নেই বেধাবেদ, গড়তে দেশটা সোনার ।
ছয়টি ঋতুর বাহারে সাঁজে, আমাদের মাতৃভূমি,
জগতের কোথাও এমন দেশটি, খুজে পাবেনা তুমি ।
গ্রীষ্ম বর্ষা শরৎ আসে, খুশির আভা নিয়ে,
এই তিন কালে, ফুলফলের সুবাস, মন যে,যায় ছুয়ে।
হেমন্ত কালে দিকে দিকে জ্বলে, জোনাকিরা কাঁশ বনে,
পালতুলা নৌকা নদীজলে দোলে, মলয়ের শনশন গানে।
শীত কালের রসের কথা, কি আর বলব ভাই,
নবান্নের উৎসবে শীতের পিঠা, যার তুলনা নাই ।
বসন্ত এলো কোকিলে গানে, কুহু কুহু সুরে সুধায়,
পুরান ঝেড়ে, নতুনে সাঁজে দেশ, সুন্দর আগামীর আশায়।
পর্যটনে শ্রেষ্ট্র দেখ, আমাদের সুন্দর বন,
দেখবে যদি আরো আছে, ভাওয়ালের অরণ ।
আর কি বলব আমি, কত রূপে বাংলা সাঁজে,
পৃথিবীর মাঝে, দীর্ঘ সমুদ্র সৈকত, আমাদেরই আছে।
কি, ................কি বুঝলেন?
বিষয়: বিবিধ
২১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন