তুমি ব্লগ
লিখেছেন লিখেছেন নতুন মস ১২ মার্চ, ২০১৪, ১০:১১:২৬ রাত
তুমি ব্লগ
স্বপ্নের...
একটা জগত আছে,
রংহীন...
সাদা-কালো ক্যানভাস।
কিন্তু এখানে
রং বেরঙ্গের
ঘুড়িরা উড়ে
আপন গতিতে
জলকণার মেঘদের
ফাঁক ফোকর দিয়ে।
যান...
এখানে টুক করে ইচ্ছে মত
রঙ্গ বেরঙ্গের ঘুড়ির
আলো রশ্মি
উঁকি দেয়
উড়ে বেড়ায়
প্রাণ থেকে প্রাণে
ইচ্ছে মত
স্বপ্ন আঁকাবুকি করি
সেই আলো দিয়ে।
স্বপ্নের স্বপ্নীল জগত হচ্ছে
এ ব্লগ জগত
যেখানে হাজার রঙ্গের জোনাকিরা
একত্রে থাকে
নেই হিংসা,
অহংকার,
পরনিন্দা,পরচর্চা
পরিস্কার পরিচ্ছন্ন অঙ্গন।
আলোক বাহক
জোনাকিরা
উড়া উড়ি করে বেড়ায়
ইচ্ছে মত
আর বিলিয়ে দেয়
আমাদের মাঝে
জ্ঞানের আলো
সেখানে পাই খুঁজে
নানান ছন্দ,
গল্প আর জীবনের অজস্র কথা।
কেউ পথ চলার পথে
একে দিচ্ছে সুত্র,
কেউবা দৃষ্টিভঙ্গীকে চমত্কার দর্শনে সাজিয়ে দিচ্ছে অজান্তে,
কেউ হতাশাকে গড়িয়ে দিচ্ছে আশার আলো,
কেউবা বিষণ্ন মনের শুকনো মরুর বুকে
সবুজ বীজ বুননে নিয়োজিত,
কেউ কেউ কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে,
থেমে নেই...
কাল আমি চলে যাব হয়ত তবুও থেমে থাকবে না
এই ভালবাসার ব্লগ জগত।
পরিচিত করে দিতে হবে জ্ঞানের বাহক
এ দলের সাথে
এই চমত্কার জগতটি
জীবনের সত্য আলোঘর।
আলোকিত জগতটিতে নতুন নতুন কুড়িদের আগমন ঘটুক
জেগে উঠুক
প্রাণে প্রাণে
দোলা দিক
পবিত্র প্রশান্তির
সকল সুন্দরের মাঝে বেড়ে ওঠুক
একটি আলোকিত সমাজ।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধুই অনুভূতি।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন