এদেশে সরকারের বিরোধীতা করাটা কি পাপ?
লিখেছেন লিখেছেন ফেলানীর ছোট ভাই ১২ মার্চ, ২০১৪, ১০:৩৮:২৭ রাত
ভার্সিটিতে আসা যাওয়ার পথে এক মামার দোখানে প্রায় নাস্তা করতে করতে মামার সাথে খুব ভাল সম্পর্ক গড়ে উঠেছে। তাই অবসর পেলেই ঐই মামার দোখানে গিয়ে মামার সাথে গল্প আ্ড্ডা করে সময় কাটানো হয়। তারই প্রেক্ষিতে কিছুদিন আগে সন্ধ্যায় মামর দোখানে গেলাম খবর দেথতে। গিয়ে দেখি এক ভদ্রলোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ও তার পিতার প্রশংসার ফেনা উড়াচ্ছেন, বাংলাদেশে এখন পর্যন্ত যা কিছু অর্জন সম্ভব হয়েছে তার সব ক্রেডিট পাওয়ার একমাত্র দাবীদার বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা, এবং উনার কথা শুনার পর প্রত্যেকে কথার সাথে হ্যাঁ সূচক মন্তব্য করা অনেকটা বাধ্যতা মূলক। কিছুক্ষন পরে দেখি কথার স্টাইল সম্পূর্ন পাল্টে গেল হটাৎ করে বিএনপি ও জামায়াতকে নিয়ে এমন সব নোংরা ভাষায় গালি গালাজ শুরু করল যে কখা গুলো কোন সাধারন রুচিবোধ সম্পূর্ন মানুষ তার নিজ স্ত্রীকে বলতে লজ্জাবোধ করবে। আমার চোখ মুখ দেখে আংকেল হাতে একটি চিমটি দিয়ে উনার সাথে কোন কথা না বলার জন্য ইশারা করলেন। আমি শুধু লোকটার দিখে একটু নজর দিয়ে তাকিয়ে থাকলাম আর তাই যেন মহাভারুত অশুদ্ধ হয়ে গেল, আমাকে প্রশ্ন করে উনার দিকে থাকালাম কেন? আংকেল বলে উঠলো না ও আমার ভাতিজা, ছোট মানুষ আপনাকে চিনতে পারেনি। তারপর উনি আমাকে উদ্দেশ্য করে বল্লেন ভাই আমার দিখে যে এমন করে কেউ তাকালে তার চোখ আমি উঠায় ফেলি। আমি একটি কথাও বল্লাম না জাষ্ট নিজের চোখ মুছতে মুছতে বাসায় চলে আসলাম।
আমরা ভাল নেই, দেশবাসি ভাল থাকুন।
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন