"পথিক আমি স্বপ্ন বুনি"
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৩৬:৫০ দুপুর
জনবহুল রাজ্যে
হাজার সভ্য যুগ শেষ..
তবুও মানুষের রূপ বহুরূপ
পবিত্রতা নেই
হৃদয়ের নিয়তে।
জীবন যুদ্ধ
ভঙ্গুর দেহ
ক্ষত বিক্ষত অন্তরের ঘা
ছুটন্ত চলন্ত ট্টেন
থেমে থাকে না
স্টেশন থেকে স্টেশনে
থমকে দাড়ায় মাত্র।
ক্ষনিকের তরে
দূরে দাড়িয়ে
সাত মাসের
দুর্বল ক্রমে দুর্বলের
সাথে হাটে
ক্লান্তি নামে
ঐ ওদের
কেন?
শূন্য হাত
ফাঁকা মুখের বুলিতে
ভালবাসা ঝুলন্ত ঝুলে
নিরাপত্তার দলীলের কপি
ত আছে সিন্দুকে
তালাবদ্ধ ভাবে।
মা...
মায়ের হাতে বছরের ছাপ
ক্লান্ত চোখ
সব অঙ্গেই খোঁজে
বিশ্রাম...
কোমল হৃদয়ের একটু সঙ্গ
আর কিছু না।
পথিকরা
পথ খুঁজে খুঁজে
নতুন ভোরের আগমনের স্বপ্নের নকশা বুনচ্ছে
আমিও পথিক
স্বপ্ন বুনি।
(আলহামদুলিল্লাহ)
#নতুন_মস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন